মক পোলে বিজেপির প্রতীক বিতর্কে তৃণমূলের অভিযোগ খারিজ কমিশনের

শুক্রবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার সাধনপুর হাইস্কুলে  মক পোল চলার সময় পদ্মফুল চিহ্ন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।

Updated By: Apr 27, 2019, 03:21 PM IST
মক পোলে বিজেপির প্রতীক বিতর্কে তৃণমূলের অভিযোগ খারিজ কমিশনের

নিজস্ব প্রতিবেদন : প্রতীকে নীচে জলেরই ছবি রয়েছে। কোনও লেখা নেই। ইভিএম-এ বিজেপির প্রতীক নিয়ে বিতর্কে এভাবেই জল ঢালল কমিশন। খারিজ করে দিল তৃণমূলের অভিযোগ।

কমিশন স্পষ্ট জানিয়েছে, বিজেপির প্রতীক কমিশন স্বীকৃত। ২০১৪ সালেও এই প্রতীক ব্যবহৃত হয়েছিল। প্রতীকের নিচে কোনও লেখা নেই। ওটা জলের-ই ছবি। তাতে দলের নাম প্রতিফলিত হচ্ছে না। প্রসঙ্গত, শুক্রবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার সাধনপুর হাইস্কুলে মক পোল চলার সময় পদ্মফুল চিহ্ন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।

নিয়ম অনুযায়ী, মক পোলের সময় সংশ্লিষ্ট দলের প্রতীক চিহ্ন ও প্রার্থীর ছবি থাকার কথা। কিন্তু সেখানে দলের নাম থাকবে না। তৃণমূল অভিযোগ করে, এক্ষেত্রে পদ্মফুল চিহ্নের নীচে 'বিজেপি' লেখা ছিল। জলের উপর পদ্মফুল ভেসে থাকার কথা। কিন্তু তা ছিল না। পদ্মফুল ভেসে ছিল 'বিজেপি' লেখার উপর! এতেই বিপত্তি বাঁধে।  

আরও পড়ুন, 'দিলীপ ঘোষও বাঁচাতে পারবে না', টাকা বিলির অভিযোগে ধৃত বিজেপি নেতাকে হুমকি আইসির

পদ্মফুলের নীচে 'বিজেপি' লেখা থাকায় প্রতিবাদ করেন সব দলের কর্মীরা। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বন্ধ হয়ে যায় মক পোল। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সেই অভিযোগ-ই এদিন খারিজ করে দিল কমিশন।

.