দাঁড়ানোর লরির খোলা দরজায় ধাক্কা, বাইক থেকে পড়ে মৃত্যু প্রাক্তন প্রধানের

মুর্শিদাবাদ ভরতপুর ১ এর জেলা পরিষদের মেম্বার বাবর আলিও তার স্ত্রী ভরতপুর ১ নম্বরের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলিয়া বেগম বাইকে করে চিকিত্সকের কাছে যান। 

Updated By: Jan 17, 2019, 04:20 PM IST
দাঁড়ানোর লরির খোলা দরজায় ধাক্কা, বাইক থেকে পড়ে মৃত্যু প্রাক্তন প্রধানের

নিজস্ব প্রতিবেদন:  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন প্রধানের। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে  পঞ্চাননতলায় পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।

শাহ অসুস্থ, বাংলার সভায় ডাক পড়তে পারে যোগীর

জানা যায়, এদিন মুর্শিদাবাদ ভরতপুর ১ এর জেলা পরিষদের মেম্বার বাবর আলিও তার স্ত্রী ভরতপুর ১ নম্বরের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলিয়া বেগম বাইকে করে চিকিত্সকের কাছে যান। বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির খোলা দরজায় ধাক্কা লেগে বাইকের।  নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান দুজনেই। পিছন থেকে আসা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায়  আলিয়া বেগমের শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  গুরুতর আহত হন বাবর আলি।  তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

Tags:
.