Excise Revenue Hike: সময়ের আগেই লক্ষ্যপূরণ, ১২ হাজার কোটির মদ বিক্রি করে নজির রাজ্যের

তিন মাস বাকি থাকতেই লক্ষ্যপূরণ 

Updated By: Dec 17, 2021, 07:42 PM IST
Excise Revenue Hike: সময়ের আগেই লক্ষ্যপূরণ, ১২ হাজার কোটির মদ বিক্রি করে নজির রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েক বছর ধরেই রাজ্যের রোজগারের নির্ভরযোগ্য সংস্থা হয়ে উঠেছে আবগারি দফতর (Excise Department)। রাজ্যকোষে এই দফতরের অবদান অনস্বীকার্য। এবারও সেই ঐতিহ্য ধরে রাখল রাজ্যের আবগারি দফতর (Excise Department)। তিন মাস বাকি থাকতেই চলতি অর্থবর্ষে ১২ হাজার কোটির লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল তারা।

গত কয়েক বছর ধরেই ভাল কাজ করছে রাজ্যের আবগারি দফতর (Excise Department)। 

অর্থবর্ষ                        লক্ষ্য (কোটি)            আয় (কোটি)
 

২০১৯-২০                    ১১ হাজার                  ১১ হাজার ২৩৬

২০১৮-১৯                  ১০ হাজার ৫০৩           ১০ হাজার ৫৯০

২০১৭-১৮                    ৫ হাজার ৭৮১             ৯ হাজার ৩৪০

২০১৬-১৭                     ৪ হাজার ৬৯৮           ৫ হাজার ২২৬

২০১৫-১৬                    ৪ হাজার ১৫                ৪ হাজার ৪১৮

এই লাভের পিছনে রহস্য কী?

আবগারি দফতরের (Excise Department) এর কর্তা জানান, রাজ্যে অবৈধ মদের বিক্রি অনেকাংশে কমেছে। ফলে বৈধ মদের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। একই সঙ্গে কম পয়সায় দেশি মদের বেশ কয়েকটি ব্র্যান্ড চালু হওয়ায় বিক্রি বেড়েছে। সমানুপাতিক হারে বেড়েছে আয়ও।

আরও পড়ুন: Bankura University: একই সিরিয়াল নম্বরে বিভ্রাট! ৫ মাস পরেও মার্কশিট হাতে পেল না পরীক্ষার্থীরা

আরও পড়ুন: Malbazar: সেতুর উপর মুখোমুখি হতেই সংঘর্ষ, রেলিং ভেঙে নদীতে গাড়ি

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.