ফের পুলিসের জালে ভুয়ো ডাক্তার, এবার নদিয়ার চাপড়ায়

ফের পুলিসের জালে ভুয়ো ডাক্তার। এবার নদিয়ার চাপড়ায়। এ সি মণ্ডল নামে ওই ব্যক্তি গত প্রায় দশ বছর ধরে চাপড়ার শ্রীনগরে ডাক্তারি করছিলেন। নিজেকে MBBS পাস ডাক্তার বলে পরিচয় দিতেন তিনি। পুলিস সূত্রে খবর, ভুল চিকিত্সাের অভিযোগ নিয়ে গতকাল এক রোগীর সঙ্গে তুমুল ঝামেলা হয় ওই ডাক্তারের। গণ্ডগোল থামাতে শেষপর্যন্ত পুলিস পৌছয়।

Updated By: Jun 17, 2017, 11:25 AM IST
 ফের পুলিসের জালে ভুয়ো ডাক্তার, এবার নদিয়ার চাপড়ায়

ওয়েব ডেস্ক: ফের পুলিসের জালে ভুয়ো ডাক্তার। এবার নদিয়ার চাপড়ায়। এ সি মণ্ডল নামে ওই ব্যক্তি গত প্রায় দশ বছর ধরে চাপড়ার শ্রীনগরে ডাক্তারি করছিলেন। নিজেকে MBBS পাস ডাক্তার বলে পরিচয় দিতেন তিনি। পুলিস সূত্রে খবর, ভুল চিকিত্সাের অভিযোগ নিয়ে গতকাল এক রোগীর সঙ্গে তুমুল ঝামেলা হয় ওই ডাক্তারের। গণ্ডগোল থামাতে শেষপর্যন্ত পুলিস পৌছয়।

আরও পড়ুন অশান্ত পাহাড়ে ফের পথে মোর্চা, আজ একাধিক মিছিলের কর্মসূচি, সব মিছিলেরই গন্তব্য পাতলেবাস

কথাবার্তায় সন্দেহ হওয়ায়, শ্রীনগরের চেম্বার থেকে ডাক্তারকে থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। MBBS ডিগ্রির কোনও প্রমাণ বা নথি পুলিসকে দেখাতে পারেননি তিনি। পরে রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিস। আজ ধৃতকে আদালতে পেশ করা হবে। 

আরও পড়ুন  গৃহকর্ত্রীর তত্‍পরতায় বসিরহাটে আটক ভুয়ো আই বি অফিসার

.