উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

লকেটের বিরুদ্ধে চুঁচুড়া থানায় ওই অভিযোগে একটি এফআইআর করেন আইনজীবী মলয় মজুমদার

Updated By: Apr 24, 2019, 04:21 PM IST
উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

নিজস্ব প্রতিবেদন: উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে এফআইআর হল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আজ ওই অভিযোগ করেন চুঁচুড়া আদালতের আইনজীবী মলয় মজুমদার।

আরও পড়ুন-দার্জিলিঙে তৃণমূল সমর্থিত GJM প্রার্থী হচ্ছেন বিনয় তামাং!

কেন এফআইআর? সোমবার হুগলির চণ্ডীতলায় রাম নবমীর মিছিল বের করে বিজেপি। সেই মিছিলকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় ২০ বিজেপি সমর্থককে গ্রেফতার করে।

ওই গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার কামারকুণ্ডুতে হুগলি গ্রামীন জেলা পুলিস সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী মলয় মজুমদারের অভিযোগ ওই বিক্ষোভ সমাবেশে মাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য রাখেন লকেট।

আরও পড়ুন-আইনজীবী-পুরকর্মীদের মধ্যে সংঘর্ষে তুলকালাম হাওড়া আদালত চত্বর; ব্যাপক ইটবৃষ্টি, লাঠিচার্জ পুলিসের

বুধবার লকেটের বিরুদ্ধে চুঁচুড়া থানায় ওই অভিযোগে একটি এফআইআর করেন মলয় মজুমদার। পাশাপাশি তিনি হুগলির জেলাশাসক ও চন্দননগর কমশিনারেটেও লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর কাছে অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিস এনিয়ে ব্যবস্থা না নিলে আদালতে মামলা করা হবে।

.