ট্যাঙ্কার উল্টে আগুন, দত্তপুকুরে ভয়াবহ ঘটনা
ভোরবেলা বারাসতের দত্তপুকুর এলাকায় রাস্তার ওপর একটি ট্যাঙ্কার উল্টে আগুন লেগে যায়।
নিজস্ব প্রতিবেদন: সাতসকালে দত্তপুকুরে রাস্তায় টাঙ্কার উল্টে ভয়াবহ আগুন লেগে যায়। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। রাস্তায় জ্বলন্ত টাঙ্কার থাকায় বন্ধ হয়ে যায় যশোর রোডে যান চলাচল। ট্যাঙ্কার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েক ঘন্টা রাস্তা বন্ধ থাকার পর রাস্তার এক ধার দিয়ে যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: গরুর সঙ্গে প্রকাশ্যে ঘৃণ্য কাজ, ভাইরাল ভিডিও
ভোরবেলা বারাসতের দত্তপুকুর এলাকায় রাস্তার ওপর একটি ট্যাঙ্কার উল্টে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌছায় আগুনের চারটে ইঞ্জিন।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়ে অন্ধকারে শিক্ষক স্বামী যা করলেন...
বন্ধ হয়ে যায় যশোর রোডের যান চলাচল। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ট্যাঙ্কার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা সম্ভব হয়। মৃতদেহ বারাসত হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রথমে রাস্তার একধার দিয়ে গাড়ি চলাচল শুরু করানো হয় পরে রাস্তা পরিস্কার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।