নাবালিকা গণধর্ষণ মামলায় ৫ জনের ২০ বছর কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট আদালতের

২০১৬ সালের ৭ জানুয়ারি বালুরঘাটের খিদিরপুর তালতলা এলাকায় গণধর্ষণের শিকার হয় এক নাবালিকা

Updated By: Apr 6, 2021, 04:53 PM IST
নাবালিকা গণধর্ষণ মামলায় ৫ জনের ২০ বছর কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট আদালতের

নিজস্ব প্রতিবেদন: পাঁচ বছর আগে এক গণধর্ষণ মামলায় এক মহিলা সহ ৫ জনকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিল আদালত।

২০১৬ সালের ৭ জানুয়ারি বালুরঘাটের খিদিরপুর তালতলা এলাকায় গণধর্ষণের শিকার হয় এক নাবালিকা। ওই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু করে বালুরঘাট থানার পুলিস।

আরও পড়ুন-BJP কর্মীকে বেধড়ক মারধর, বাড়ির মেয়েদের শাড়ি ধরে টানাটানির অভিযোগ উঠল জীবনতলায়   

গতকাল ওই মামলায় ওই ৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়। আজ ওই মামলায় দোষী সাব্যস্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন জেলা সেশন ও জেলা আদালতের বিচারক সুপর্ণ রায়।  ওই ৫ জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন-'সকাল থেকে ১০০টা FIR করেছি,' নাজবুল-সুজাতার উপর হামলা, কমিশনকে কড়া তোপ মমতার

পাঁচ সাজাপ্রাপ্তের নাম রিন্টু দাস, সনজিত্ দাস, শঙ্কর সরকার, প্রসেনজিত্ কুণ্ডু ও আলো সরকার। অন্য একটি ধারায় ওই ৫ জনের ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি সাজাই চলবে একসঙ্গে। অন্যদিকেক, নির্যাতিতাকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী।

.