থিমের পুজোর রমরমা বর্ধমানেও
ওয়েব ডেস্ক: বোধনের এখনও দেরি। তবে পুজো ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে পৌঁছে গিয়েছে। দেবী বন্দনায় সামিল পূর্ব বর্ধমান জেলাও।
বর্ধমান পদ্মশ্রী সংঘের থিম: অন্য ভাবনা। প্লাইউড, বেত, থার্মোকল, পাটকাঠি, চট..এসব দিয়েই গড়ে উঠেছে কাল্পনিক মন্দির। তমলুক থেকে আসা শিল্পীরা রাতদিন কাজ করে গড়ে তুলেছেন পদ্মশ্রী সংঘের এই মন্দির। মন্দিরের ভিতরেই অধিষ্ঠিতা দেবী দুর্গা। মূর্তিও নজরকাড়া। তবে, পুজো একটু আগে হওয়ায় তড়িঘড়ি কাজ সারতে হচ্ছে উদ্যোক্তাদের।
অন্যদিকে বর্ধমান সবুজ সংঘের পুজোর থিম ভূটানি বৌদ্ধ মন্দির। এবছর ৩৪তম বছরে পা দিল সবুজ সংঘের পুজো। এবছর এদের থিম ভূটানি বৌদ্ধ মন্দির। দু দশকেরও বেশি সময় ধরে নজর কাড়ছে GT রোড লাগোয়া সবুজ সংঘের এই পুজো।এবছরও এদের শিল্পী এসেছে তমলুক থেকে। প্লাইউড-পাটকাঠির নিখুঁত কাজে মাথা তুলছে বৌদ্ধ প্যাগোডা। নজর কাড়ছে আলো ও দেবী প্রতিমাও।
দেখুন বর্ধমানের বেশ কিছু থিম পুজো...