Jalpaiguri: টানা বৃষ্টিতে নাজেহাল এলাকা, জল জমার কারণে সমস্যায় সাধারণ মানুষ...

Jalpaiguri Heavy Raining: বুধবার থেকেই পাল্টে গিয়েছিল শরতের আকাশ। সাদা মেঘের বদলে আকাশের দখল নেয় কালো মেঘ। সেই থেকেই চলছিল বৃষ্টি। গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় ৮৯.৮০!

Updated By: Sep 23, 2023, 04:15 PM IST
Jalpaiguri: টানা বৃষ্টিতে নাজেহাল এলাকা, জল জমার কারণে সমস্যায় সাধারণ মানুষ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বুধবার থেকেই পাল্টে গিয়েছিল শরতের আকাশ। সাদা মেঘের বদলে আকাশের দখল নেয় কালো মেঘ। সেই থেকেই চলছিল বৃষ্টি। গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় ৮৯.৮০, ময়নাগুড়িতে ৮৫ মিলিমিটার। আজ, শনিবার সকালেও চলছে অবিরাম বৃষ্টি। এই বৃষ্টির জেরে শহরের বিভিন্ন পথ যেমন জলমগ্ন হয়ে পড়ে, তেমনই তীব্র যানজটের কারণে থমকে যায় জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি-সহ অসম যাওয়ার জাতীয় সড়কের যান চলাচল। পুজোর মুখে জলমগ্ন হওয়ার আশঙ্কায় গোটা এলাকা। জলবন্দি বেশ কিছু পুরএলাকা।

আরও পড়ুন: Malbazar: ভারী বৃষ্টিতে ভাঙনের আতঙ্ক! বিপদসীমার উপর দিয়ে বইছে নদী?

গতকাল শুক্রবার রাত থেকে চলা বৃষ্টিতে ময়নাগুড়ি রোড দোমহনি এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে। এর ফলে আটকে পড়েছে ভারী যানবাহন। এর জেরে তীব্র যানজট। দোমহনি থেকে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং মোড়, গোশালা মোড় পর্যন্ত জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে ভারী যানবাহন-সহ রুগী নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজগামী অ্যাম্বুল্যান্স পর্যন্ত! চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা।

কয়েকদিনের লাগাতার এই বৃষ্টিতে আজ, শনিবার সকালে জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের অবস্থা সঙ্গিন হয়ে উঠেছিল। সকাল থেকেই শহরের নয়াবস্তি, পান্ডা পাড়া, জয়ন্তী পাড়া, হরিজন বস্তি, কদমতলা,দুই  ও তিন নম্বর ঘুমটি, সাংস্কৃতিক পাড়া-- ইত্যাদি জায়গা জলমগ্ন হয়ে পড়ে। নিকাশিব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: Hilsa Fish: রসনাতৃপ্তি? প্রত্যাশামতোই বাজারে ঢল নামল পদ্মার ইলিশের! জেনে নিন কত টাকা কিলো...

টানা বৃষ্টিতে রাস্তা ধসে গিয়েছে ময়নাগুড়ি রোড এলাকায়। ফলে সেখানে তীব্র যানজট। আজ, শনিবার সকাল ১১ টা পর্যন্ত একই ছবি। তবে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিসের ডিএসপি ট্রাফিক-সহ একাধিক আধিকারিক। তাঁদের উদ্যোগে যানজট ছাড়ানোর কাজও দ্রুত শুরু হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.