নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে জলে লরি! সাঁতরাগাছিতে ভয়াবহ দুর্ঘটনা

এদিন রাত ৩টে নাগাদ সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়ের ব্রিজের রেলিং ভেঙে  জলে পড়ে যায় লরি। 

Updated By: Jul 17, 2021, 07:17 AM IST
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে জলে লরি! সাঁতরাগাছিতে ভয়াবহ দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদন:  শনিবার ভোর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল হাওড়ার সাঁতরাগাছিতে। ব্রিজ ভেঙে জলে পড়ল গাড়ি। এদিন রাত ৩টে নাগাদ সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়ের ব্রিজের রেলিং ভেঙে  জলে পড়ে যায় লরি। পুলিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেই লরি। তখনই প্রায় ৩০ ফুট নিচে ঝিলে পড়ে যায়। ঘটনাস্থলে দমকল কর্মী ও পুলিস।

কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে।উচ্চক্ষমতাম্পন্ন ক্রেনের সাহায্যে লরিটিকে উদ্ধার করা হয়য তবে এখনও খোঁজ মেলেনি গাড়ির চালক ও খালাসির। গাড়িটিকে খালি অবস্থায় পাওয়া যায়। তবে জলে কেউ পড়ে গিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন, কখনও ম্যাজিস্ট্রেট; কখনও সিবিআই অফিসার সেজে বিপুল টাকা প্রতারণা, অবশেষে পাকড়াও মুন্না

লরির মালিক ধনঞ্জয় ভকতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ব্রেকডাউন ভ্যানের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধারকারী লরিটিকে। অত্যন্ত দ্রুতগতিতে যাবার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে রেলিংয়ে।এরপর উল্টো দিকের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারলে লরিটি রেলিং ভেঙে নিচে ঝিলের জলে পড়ে যায়। 

কিছুক্ষণের বন্ধ হয়েছে কোনা এক্সপ্রেস ওয়ের যানচলাচল। যার জেরে যানজট তৈরি হয়েছে হাওড়াগামী এই রাস্তায়। 

.