"আমরা একসঙ্গে মাতি সব উত্সবে," রামনবমীতে সম্প্রীতির অনন্য নজির দুর্গাপুরে
"আমরা একসঙ্গে বড় হয়েছি। যেকোনও উত্সবেও আমরা একসঙ্গেই সামিল হই।"
নিজস্ব প্রতিবেদন : বাংলার সংস্কৃতি ধর্মে ধর্মে বিভেদ নয়। সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান। একের আলিঙ্গনে অপরজনের শান্তির আশ্রয়। রামনবমীতে সেই সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হল দুর্গাপুরের কাঁকসায়।
রামনবমী উপলক্ষে এদিন দুর্গাপুরের কাঁকসায় পানাগড় গ্রাম থেকে একটি মিছিল বের হয়। কয়েকশো যুবক অংশগ্রহণ করেন সেই মিছিলে। মিছিল শুরু হয় পানাগড় গ্রামের পাঠান পাড়া থেকে। তারপর দার্জিলিং মোড় ঘুরে ফের পানাগড় গ্রামে ফেরে মিছিল।
ছবিতে আরও দেখুন, সম্প্রীতির রামনবমী
দেখা যায়, মিছিল গ্রামে ঢোকার সময় মিছিলে অংশগ্রহণকারী যুবকদের হাতে সরবতের গ্লাস ধরিয়ে দিচ্ছেন পাঠান পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা। গরমে ঠান্ডা সরবত হাতে পাওয়ার জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে। তৈরি হয় সৌভ্রাতৃত্বের এক আদর্শ মুহূর্ত।
পাঠান পাড়ার বাসিন্দা এক যুবক বলেন, "এটাই এই গ্রামের সংস্কৃতি। এখানে সবাই আমরা একসঙ্গে বড় হয়েছি। যেকোনও উত্সবেও আমরা একসঙ্গেই সামিল হই।" দেখুন সেই ভিডিও-
আরও পড়ুন, "রাম নিয়েই রাজনীতি করব, ক্ষমতা থাকলে আটকাক," তলোয়ার হাতে আস্ফালন দিলীপের