বামেদের বনধকে সমর্থন করায় ছাত্র-শিক্ষককে বেধড়ক মার মেদিনীপুরে

গুরুতর আক্রান্ত অমিত নন্দীকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, তিনি মেদিনীপুর কলেজের SFI-এর কর্মী।

Updated By: Jan 10, 2020, 01:55 PM IST
বামেদের বনধকে সমর্থন করায় ছাত্র-শিক্ষককে বেধড়ক মার মেদিনীপুরে

নিজস্ব প্রতিবেদন: বামেদের বনধে অংশ নেওয়ার অভিযোগ। শিক্ষকের বাড়ি থেকে পড়ুয়াকে বের করে মারধর। মেদিনীপুর শহরে এই অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। গুরুতর আক্রান্ত অমিত নন্দীকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, তিনি মেদিনীপুর কলেজের SFI-এর কর্মী। বৃহস্পতিবার সন্ধায় বার্জ টাউন এলাকায় এক শিক্ষকের বাড়িতে টিউশন পড়তে যান অমিত। অভিযোগ, আচমকাই সেখানে ঢুকে পড়ে তিন তৃণমূল ছাত্র পরিষদ নেতা। সঙ্গে আরও বেশ কিছু অপরিচিত যুবকও ছিলেন।

শিক্ষকের বাড়ি থেকে অমিতকে টেনে বের করে চলে মারধর। পাশাপাশি আরও অভিযোগ, ছাত্রকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শিক্ষকও। আওয়াজ শুনে স্থানীয়রা বাইরে বেড়িয়ে এলে পালায় হামলাকারীরা। ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে SFI। অভিযোগ অস্বীকার করেছে TMCP। 

আরও পড়ুন: 'কিচ্ছু জানায়নি, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৬৫টি বাড়ি', জানালেন পুরপ্রধান ও বিডিও

Tags:
.