Dirty Water in Purulia: পুরসভার পানীয় জলে পোকা! জল কিনে খেতে হচ্ছে এলাকাবাসীকে...

Dirty Water: পৌরসভার নলবাহিত পানীয় জলে ভাসছে পোকা। মাসের পর মাস ধরে ময়লা, দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ হচ্ছে এলাকায়। পৌরসভায় জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে অনেককেই কিনে খেতে হচ্ছে পানীয় জল। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা।

Updated By: Jan 3, 2025, 10:22 AM IST
Dirty Water in Purulia: পুরসভার পানীয় জলে পোকা! জল কিনে খেতে হচ্ছে এলাকাবাসীকে...

মনোরঞ্জন মিশ্র: পুরুলিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নলবাহিত পানীয় জলে ভাসছে পোকা। মাসের পর মাস ধরে ময়লা, দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ হচ্ছে এলাকায়। পৌরসভায় জানিয়েও কোনো লাভ না হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়ে অনেককেই কিনে খেতে হচ্ছে পানীয় জল। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা।

আরও পড়ুন- Jalpaiguri: পুলিসের নাকের ডগায় চলছে বালি পাচার, 'পেটের দায়'! সাফাই মাফিয়ার... 

স্থানীয় বাসিন্দা বুলবুল পান্ডের দাবি দীর্ঘদিন ধরে বলেও এই সমস্যার সমাধান হয়নি। খুবই সমস্যার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে পিন্টু রক্ষিত নামে আর একজন স্থানীয় বাসিন্দা বলেন গত কয়েক মাস ধরেই এই এলাকায় নোংরা, পোকা যুক্ত জল সরবরাহ হচ্ছে। পাইপ ফেটে ড্রেনের জল মিশছে পানীয় জলের পাইপে। সেই জল কেউ ব্যবহার করতে পারছেন না। স্থানীয় বাসিন্দা জয়ন্তী পান্ডে বলেন অনেকেই অন্য ওয়ার্ড থেকে জল নিয়ে আসছেন, আবার কেউ কেউ জল কিনে খাচ্ছেন ।

আরও পড়ুন- Armaan Malik: চুপিসাড়ে বিয়ে করলেন আরমান, ১০ লক্ষ ফলোয়ার! চেনেন গায়কের 'কোটিপতি' স্ত্রীকে?

গোটা বিষয়টি পৌরসভায় জানানো হয়েছে। কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি ফলে অত্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষর পক্ষ থেকে এলাকাবাসীদের জানানো হয় পাইপ লাইনের সমস্যার জন্য এই জল নোংরা বেরোচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার কবে স্বচ্ছ পানীয় জল পান ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.