Jalpaiguri: পুলিসের নাকের ডগায় চলছে বালি পাচার, 'পেটের দায়'! সাফাই মাফিয়ার...
Sand Smuggling: জলপাইগুড়ি তিস্তা নদী থেকে বেআইনিভাবে অবাধে চলছে বালি উত্তোলন। বৃহস্পতিবার সাতসকালে পুলিসের নাকের ডগায় জলপাইগুড়ি পাহাড়পুর মোড় দিয়ে বেআইনি একাধিক বালি বোঝাই ট্রাক্টর প্রবেশ করছে শহরে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই সাংবাদিককে হুমকি বালি মাফিয়ার।
Updated By: Jan 2, 2025, 08:36 PM IST