Jalpaiguri: পুলিসের নাকের ডগায় চলছে বালি পাচার, 'পেটের দায়'! সাফাই মাফিয়ার...

Sand Smuggling: জলপাইগুড়ি তিস্তা নদী থেকে বেআইনিভাবে অবাধে চলছে বালি উত্তোলন। বৃহস্পতিবার সাতসকালে পুলিসের নাকের ডগায় জলপাইগুড়ি পাহাড়পুর মোড় দিয়ে বেআইনি একাধিক বালি বোঝাই ট্রাক্টর প্রবেশ করছে শহরে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই সাংবাদিককে হুমকি বালি মাফিয়ার। 

Updated By: Jan 2, 2025, 08:36 PM IST
Jalpaiguri: পুলিসের নাকের ডগায় চলছে বালি পাচার, 'পেটের দায়'! সাফাই মাফিয়ার...

প্রদ্যুত্‍ দাস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বারণ করা সত্ত্বেও  জলপাইগুড়ি তিস্তা নদী থেকে বেআইনিভাবে ক্রমাগত চলছে বালি পাচার (sand smuggling)। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই সাংবাদিককে হুমকি বালি মাফিয়ার। সরকারিভাবে রয়েলটি পাওয়া যাচ্ছে না। পেটের দায়ে বেআইনিভাবে বালি পাচার করতে হচ্ছে ক্যামেরার সামনে সাফাই বালি মাফিয়ার (Sand Mafia)।

আরও পড়ুন- Bangladesh: সম্মানিত হয়েও বদলের বাংলাদেশকে দেখে লজ্জিত ভবতোষ...

জলপাইগুড়ি তিস্তা নদী থেকে বেআইনিভাবে অবাধে চলছে বালি উত্তোলন। বৃহস্পতিবার সাতসকালে পুলিসের নাকের ডগায় জলপাইগুড়ি পাহাড়পুর মোড় দিয়ে বেআইনি একাধিক বালি বোঝাই ট্রাক্টর প্রবেশ করছে শহরে। জি ২৪ ঘন্টাযর ক্যামেরায় বালি পাচারের এক্সক্লুসিভ ছবি উঠে আসল। পুলিস বিএলআরও এবং প্রশাসনের একাংশের কর্মীদের পাশাপাশি শাসক দলের নেতাকর্মীদের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার বাংলার অনুপ্রবেশ নিয়ে বড় অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজি থেকে শুরু করে বিএসএফ সকলকে নিয়েই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গ টেনে এনেই দিলীপ বলেন, 'পুলিস তো ছাড়, পুর প্রশাসনও তোলা তোলে।' তিনি আরও বলেন, 'মালদহ এর নেতা খুন হলেন। পুলিস দফতর তো আপনার হাতে। পুলিস ভেরিফিকেশন হয় পাসপোর্ট এর ক্ষেত্রে। কি করে এটা হয়? উনি কেবল স্টেটমেন্ট দেন।'

আরও পড়ুন- Armaan Malik: চুপিসাড়ে বিয়ে করলেন আরমান, ১০ লক্ষ ফলোয়ার! চেনেন গায়কের 'কোটিপতি' স্ত্রীকে?

মমতাকে নিশানা করে বলেন, 'হিম্মত থাকলে আগে বালি, কয়লা, গরু পাচার বন্ধ করুন। অপরাধ এ উনি ওদের দিয়ে করেন। সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলেন।' ২০২৬-এর বিধানসভা ভোট নিয়ে বিজেপি নেতা বলেন, '২৬ এ ওষুধ প্রয়োগ হবে। সেই ওষুধ আমাদের কাছে আছে। রাজ্যে যারা তৃণমূলের সঙ্গে থাকবেনা তারা রোজগার করে খেতেও পারবেনা এটা এখানকার রাজনীতি।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.