‘জয় শ্রীরাম’ এর পাল্টা ‘জয় বাংলা’, মুখ্যমন্ত্রীর সভা ঘিরে পোস্টার যুদ্ধে সরগরম বিজপুর
রাজ্যে ডাক্তারি পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা নজরে থাকবে সবার
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল-বিজেপি পোস্টার যুদ্ধ দেখলে বোঝা দায় নির্বাচন শেষ হয়েছে অনেক আগেই। উত্তর ২৪ পরগনার বিজপুর যাওয়ার রাস্তা জুড়ে পড়ল ‘জয় শ্রী রাম’ এর পাল্টা ‘জয় হিন্দ’ পোস্টার।
আরও পড়ুন-পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যালের মনোরোগ বিভাগের প্রধান, আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা
নৈহাটিতে ঘরছাড়াদের ঘরে ফেরানোর মঞ্চে ১৪ জুন বিজপুরে সভা করার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার বিজপুরের মিলননগর আদর্শ সংঘের মাঠে সভা করবেন তিনি।
এদিকে, এই সভায় যাওয়ার রাস্তাজুড়ে পোস্টার লড়াইয়ে জমজমাট। বিজপুরের সাভায় যাওয়ার রাস্তায় পড়েছে জয় শ্রীরাম লেখা পোস্টার। সেখানে অর্জুন সিং, অমিত শাহ, মোদীর ছবি। পাশাপাশি পিছিয়ে নেই তৃণমূলও। জয় শ্রীরাম এর পাল্টা ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’ পোস্টার দিয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-NRS-কাণ্ডে দেশজুড়ে এককাট্টা চিকিত্সকরা, প্রতিবাদ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়েও
উল্লেখ্য, মুকুল রায়ের পরিকল্পনা অনুযায়ী পা ফেলেই বিজপুরে ভালো ফল করেছে পদ্ম শবির। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপিতে যোগ দিয়েছেন মুকুলপুত্র শুভ্রাংশু। এখন সেখানে দাঁড়িয়ে মমতা আজ কী বলেন সেটাই এখন দেখার। পাশাপাশি রাজ্যে ডাক্তারি পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তাও নজরে থাকবে সবার।