Jhargram: 'কোনও স্বাধীনতা ছিল না', বিজেপি ছেড়ে তৃণমূলে সাঁকরাইলের ৮০ পরিবার

তৃণমূলে যোগদানকারী বিজেপি সমর্থকদের দাবি, বিজেপিতে পরাধীন ছিলাম

Updated By: Aug 15, 2021, 05:47 PM IST
Jhargram: 'কোনও স্বাধীনতা ছিল না', বিজেপি ছেড়ে তৃণমূলে সাঁকরাইলের ৮০ পরিবার

নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে কোনও স্বাধীনতা ছিল না। তাই স্বাধীনতা দিবসে ঘাসফুল পতাকা হতে তুলে নিল ঝাড়গ্রাম ব্লকের প্রায় ৮০টি বিজেপি সমর্থক পরিবার।

আরও পড়ুন-PM Modi: 'অসমের মাতঙ্গিনী'! স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতে গিয়ে বিতর্কে মোদী

রবিবার সাঁকরাইল ব্লকের বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করছিলেন বিধায়ত ডা খগেন্দ্রনাথ মাহাত। সকালে সাঁকরাইলের লাউদহ ও আঁধারি গ্রামে পতাকা উত্তোলন করতে গেলে সেখানে জামায়েত হয় বিজেপির কয়েকশো কর্মী-সমর্থক।

প্রায় ৮০টি পরিবারের ওইসব বিজেপি সদস্যরা ডা খগেনন্দ্রনাথ মাহাতর কাছে তৃণমূলের যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। শেষপর্যন্ত তারা বিধায়কের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

আরও পড়ুন-Afghanistan-Taliban Threat: Kabul-এ ঢুকল তালিবান, রাজধানী দখল এখন সময়ের অপেক্ষা   

তৃণমূলে যোগদানকারী বিজেপি সমর্থকদের দাবি, বিজেপিতে পরাধীন ছিলাম। এভাবে পরাধীনের মতো কোনও দলে থাকা সম্ভব নয়। এলাকায় উন্নয়নের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। তাই বিজেপি ছেড়ে দিলাম।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.