লকডাউনে বাজারে না গিয়ে বাড়ির পুকুরে জাল ফেলেছিলেন, গলায় কই মাছ আটকে মর্মান্তিক মৃত্যু
পরিবার সূত্রে জানা গিয়েছে, লকডাউনে বাজারে যাচ্ছিলেন না তারাপদ। বাড়ির পুকুরেই মাছ ধরছিলেন। বুধবার ফের পুকুরে জাল ফেলেন। প্রথমে একটি কই মাছ জালে ওঠে। তারাপদ মাছটিকে জাল থেকে ছাড়িয়ে হাতে ধরে রাখেন।
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে বাজারে যাচ্ছেন না। পুকুরেই জাল ফেলেছিলেন। কিন্তু ঘটে গেল বিপত্তি। কই মাছ গলায় ঢুকে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আন্ধারিয়া এলাকার ঘটনা। মৃতের নাম তারাপদ মণ্ডল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, লকডাউনে বাজারে যাচ্ছিলেন না তারাপদ। বাড়ির পুকুরেই মাছ ধরছিলেন। বুধবার ফের পুকুরে জাল ফেলেন। প্রথমে একটি কই মাছ জালে ওঠে। তারাপদ মাছটিকে জাল থেকে ছাড়িয়ে হাতে ধরে রাখেন।
সম্প্রদায় নয়; অন্যায়কে অন্যায় হিসেবেই দেখি, টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে সাফ কথা মমতার
ফের পুকুরে জাল ফেলেন তিনি। জালে আরও একটি মাছ উঠলে কই মাছটিকে মুখে চেপে ধরেন তারাপদ। আচমকাই কই মাছটি পিছলে মুখের ভিতর ঢুকে যায়। গলার মাঝে আটকে যায় মাছটি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। শ্বাসনালীতে কই মাছটি আটকে যাওয়াতেই এই দুর্ঘটনা বলে চিকিত্সকরা জানিয়েছেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।