West Bengal News LIVE Update: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের দেবেন্দ্র ফড়নবীশ

West Bengal News LIVE Update: একজন দুজন নয়, পুরো ৩টে গ্রাম পঞ্চায়েতের কারো নাম নেই আবাস যোজনার তালিকায়। ২০১৭-১৮ সালে তৈরি হওয়া তালিকায় নাম নেই পুরাতন মালদার সাহাপুর, মুচিয়া ও মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দারও

Last Updated: Wednesday, December 4, 2024 - 12:27
West Bengal News LIVE Update: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের দেবেন্দ্র ফড়নবীশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

4 December 2024, 12:30 PM

Maharashtra: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবীশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে কে বসবে তা নিয়ে একটা জটিলতা চলছিল। মনে করা হচ্ছিল একনাথ শিন্ডের সঙ্গে জোর টক্কর দেবেন শিন্ডে। আজ বিজেপি ও শরিক দলগুলি একটি বৈঠকে বসে। সেখানেই ঠিক হয় জোটের মুখ্যমন্ত্রী হবে দেবেন্দ্র ফড়নবীশ। আগামিকাল তিনি শপথ নেবেন। এখন উপমুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে নাকি অজিত পাওয়া হবেন তা নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।

 

4 December 2024, 09:45 AM

North 24 Prgs: মাটির গাড়ি উল্টে মৃত্যু বছর ১৬ এর কিশোরের। নাম শামসুদ্দিন মোল্লা। মিনাখাঁ থানার চাপালি এলাকার ঘটনা। গতকাল রাতে মাটির ব্যবসার সাথে যুক্ত একটি গাড়ি চাপালি গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছিল । গাড়িটি চালাচ্ছিল শামসুদ্দিন মোল্লা । এবং তার সাথে  ছিল আর  ইমরান মোল্লা । হঠাৎই রাতের অন্ধকারে গাড়িটি পাল্টি খেয়ে পাশে নয় জলের মধ্যে পড়ে যায় এবং গাড়ির তলায় চাপা পড়ে শামসুদ্দিন মোল্লা। তার সহযোগী ইমরান মোল্লা গাড়ি থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে আহত হয় । এরপর আওয়াজ শুনে এলাকার মানুষ ছুটে এসে গাড়ি সরিয়ে শামসুদ্দিন মোল্লাকে উদ্ধার করে এবং ইমরান মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতলে ডাক্তার শামসুদ্দিন মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন ।

4 December 2024, 09:30 AM

Canning: ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফ থেকে উদ্ধার বিপুল পরিমাণে হেরোইন। ঘুটিয়ারি শরীফ বাজার এলাকা থেকে ঘটিয়াশরিফ পুলিস হেরোইন-সহ এক যুবককে গ্রেফতার করেছে। ওই হেরোইনের পরিমাণ ২ কেজির বেশি। এর বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানা যাচ্ছে। ধৃতের বাড়ি বর্ধমানের মঙ্গলকোর্ট থানা এলাকায়। নাম আব্দুল রোহুক মোল্লা।

 

4 December 2024, 09:30 AM

Egg Price: ডিমের দাম বাড়ল। অগাস্টে ৬, অক্টোবরে ৭, আজ সাড়ে ৭ টাকা। কার্যকরী দাম ৮ টাকা। জোড়া ডিম কিনলে ১৫ টাকা।

4 December 2024, 08:15 AM

Potato Crisis: ধর্মঘট প্রত্যাহার হলেও কলকাতার বাজারে আজ ঢোকেনি আলুর ট্রাক। গতকাল বা গত পরশু তোলা স্টক দিয়ে সামাল দিচ্ছেন বিক্রেতারা। কলকাতায় চন্দ্রমুখী ৪০ টাকা, জ্যোতি ৩৫ টাকা। ফ্রেশ স্টক এর পাইকারি দাম আড়তে বেড়ে ৩২ টাকা। আজ থেকে ট্রাক ঢুকতে শুরু করলে নতুন করে দাম বাড়বে না। কিন্তু আজও ট্রাক না ঢুকলে দাম কিছুটা বাড়তে পারে

4 December 2024, 08:15 AM

Doctor Suicide: ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মহিলা চিকিৎসক। মৃতের নাম সংগীতা পাল (৩০)। তিনি এবং তার বাবা আলোক পাল দুজনেই ডাক্তার। ডায়মন্ডহারবারে একই চেম্বার এ প্র্যাক্টিস করেন। কাল সকাল ৯ টার ডায়মন্ড হারবার লোকাল থেকে ঝাঁপ দেন। সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনের মাঝামাঝি জায়গায় ঝাঁপ দেন। মৃত্যু হয় ঘটনাস্থলেই। রেল পুলিস সূত্রে খবর মহিলা চিকিৎসক কোনো কারণে মানসিক অবসাদের শিকার ছিলেন। বাড়ি আনন্দপুর থানা এলাকার মাদুরদহে।

4 December 2024, 08:00 AM

Dhupguri: ধুপগুড়ি মিলনী পাঠাগারে  শুরু হলো সংকল্প কোচিং সেন্টার। মূলত ডব্লিউবিসিএস সহ রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোচিং সেন্টার খোলা হয়। জলপাইগুড়ি জেলার  ধুপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে কোচিং সেন্টারটি খোলা হয়। কোচিং সেন্টারের  উদ্বোধন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জুলাই মাসে অনলাইনের আবেদনের ভিত্তিতে ১৭৫  জনের লিখিত পরীক্ষা নেওয়া হয়। সেখান থেকে মেধার ভিত্তিতে ৫০ জনকে স্থান দেওয়া হয়। মিলনী পাঠাগারে উন্নত ও আধুনিক পরিকাঠাময় পড়ানো হবে ছাত্র-ছাত্রীদের। অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রশিক্ষণ নেবে চাকরিপ্রার্থীরা। মক টেস্ট ছাড়াও অন্যান্য বিষয়ক টেস্ট নেওয়া হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার প্রস্তুতির জন্য থাকবে বিশেষ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকারা। এই সংকল্প কোচিং সেন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার গ্রামীণ সমীর আহমেদ, অতিরিক্ত জেলাশাসক ধীমান বারুই, জেলাশাসক তেজস্বী রানা, ধূপগুড়ির মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা,পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

4 December 2024, 08:00 AM

Malda: একজন দুজন নয়, পুরো ৩টে গ্রাম পঞ্চায়েতের কারো নাম নেই আবাস যোজনার তালিকায়। ২০১৭-১৮ সালে তৈরি হওয়া তালিকায় নাম নেই পুরাতন মালদার সাহাপুর, মুচিয়া ও মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দারও। পঞ্চায়েত থেকে আবেদনপত্র জমা দেওয়ার পরও একজন উপভোক্তার নাম সরকারি পোর্টালে নথিভুক্ত হয়নি। ফলে আবাস যোজনা থেকে বঞ্চিত ওই তিনটি গ্রাম পঞ্চায়েতের বহু গরিব খেটে খাওয়া মানুষ। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তৎকালীন প্রধানরা। যদিও সমস্ত দোষ তৎকালীন বিডিওর ঘাড়ে চাপিয়েছেন তৃণমূল নেত্রী ও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী।

4 December 2024, 08:00 AM

Malda: পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের গেরুয়া রং মুছে ফেলার নির্দেশ দিলেন জেলা শাসক নীতিন সিংহনিয়া। সরকারি টাকায় গ্রাম পঞ্চায়েত ভবনের নীল সাদা রং মুছে গেরুয়া রং করেছিল বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ । এরপরই শুরু হয় বির্তক। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতটি একক সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে বিজেপির দখলে। ১৯টি আসনের মধ্যে বিজেপির দখলে ১১টি আসন। তৃণমূল কংগ্রেসের দখলে ৭টি। একটি আসন নির্দল রয়েছে। এই পঞ্চায়েত প্রধান হয়েছেন স্থানীয় বিজেপি প্রভুনাথ দুবে এবং উপপ্রধান রয়েছেন হেমা রাজবংশী। পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে ৭০হাজার টাকা ব্যয় করে সাদা নীল রঙের পরিবর্তে গেরুয়া রং করা হয়।

4 December 2024, 08:00 AM

Comedian Sunil Pal: টানা ২ দিন ধরে নিখোঁজ কমেডিয়ান সুনীল পাল। সংবাদমাধ্যমে খবর একাধিক ব্যক্তি সুনীলের ফোন ব্যবহার করে তার পরিবারের কাছ থেকে টাকা চাইছে। এনিয়ে সান্তাক্রজ থানায় একটি নিখোঁজ ডাইরি করেছেন সুনীলের স্ত্রী সরিতা। উল্লেখ্য, ২০০৫ সালে দ্যা গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ প্রতিযোগিতার পর দেশজুড়ো সুনাম কুড়িয়ে নেন সুনীল। তার পর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

4 December 2024, 08:00 AM

Midnapur: গভীর রাতে রীতিমতো ফিল্মি কায়দায় ৩ দুর্ধর্ষ ব্যাংক ডাকাতকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিস। পুলিস পৌঁছে যাওয়ার বিষয় টের পেয়ে একটি সমবায় ব্যাংকের দোতলার ছাদ থেকে ডাকাতেরা একে একে লাফ দিয়ে নিচে থাকা মারুতি গাড়িতে করে দ্রুত গতিতে পালাচ্ছিল। সেই সময় পুলিস পিছু ধাওয়া করে। ডাকাতদের ধরার উদ্দেশ্যে তাদের মারুতি ভ্যানের পেছনে পুলিস ভ্যান ইচ্ছে করে ধাক্কা মারে। ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা দেয়। তারপর তিনজনকে ধরে ফেলে পুলিস। আরো চার ডাকাত চম্পট দিয়েছে।