25 July 2024, 10:15 AM
Kultali: কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সাদ্দামকে জেরা করে বুধবার রাতে তার পয়তারহাটের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ আরও কিছু জিনিস উদ্ধার করে পুলিস। দিন কয়েক আগে প্রতারণা চক্রে যুক্ত সাদ্দামকে ধরতে তার বাড়িতে গেলে পুলিসের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার তিন দিন পর গ্রেফতার হয় সাদ্দাম। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ প্রতারণার কাজে ব্যবহৃত নানা জিনিসের খোঁজ মেলে।
25 July 2024, 10:15 AM
Chopra: চোপড়ার আমতলা এলাকায় আক্রান্ত পুলিস। ওই এলাকায় পুলিস অভিযানে গেলে তাদের উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ওই হামলায় আহত হয়েছেন একজন এসআই, এএসআই, একজন কনস্টেবল ও পুলিসের গাড়ির চালক আক্রান্ত হয়েছেন। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের চিকিত্সা চলছে শিলিগুড়ির একটি নার্সিং হোমে।
25 July 2024, 10:15 AM
Jalpaiguri: জলপাইগুড়িতে পুলিসকে লক্ষ্য করে চলল গুলি। পুলিসের তৎপরতায় বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচলো শহর। গতকাল গভীর রাতে দিন বাজার এলাকায় একটি সন্দেহজনক গাড়িকে তাড়া করে পুলিস। গাড়িতে বেশ কয়েকজন ছিল। ধাওয়া করতেই পুলিসের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় সন্দেহজনক দলটি। গাড়ির খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিস। যদিও ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিস বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিসের এক পদস্থ আধিকারিক এই ঘটনা স্বীকার করেছেন।
25 July 2024, 08:30 AM
Rain in Kolkata: ঘনিয়ে আসছে কালো মেঘ। বৃষ্টি কলকাতা সহ তিন জেলায়। আগামী এক ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। কলকাতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রপাতের। সর্তকতা আলিপুর আবহাওয়া দপ্তরের।
25 July 2024, 08:30 AM
Trains Rescheduled : হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। তার পরিবর্তে সেটি ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে। আন্যদিকে হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল সকাল ৫টা ৪৫ মিনিটে তার পরিবর্তে সেটি ছাড়বে বেলা ১২টা ১৫ মিনিটে।
25 July 2024, 08:30 AM
Maitree Express: ১৩১০৯/১৩১০৭ কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসে বাতিল। বাংলাদেশ থেকে প্রাপ্ত বার্তা অনুযায়ী, ১৩১০৯ কলকাতা -ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ২৬.০৭.২০২৪ তারিখে ছাড়ার কথা ছিল এবং ১৩১০৭ ঢাকা - কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৬.০৭.২০২৪ তারিখে কলকাতাতে পৌঁছানোর কথা ছিল, সেটি বাতিল থাকবে।
নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে:
১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।
২. হারানো/মিসপ্লেসড টিকিটের কোনো ফেরত দেওয়া হবে না।
৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।
25 July 2024, 08:15 AM
Mamata Banerjee: লোকসভা ভোটের পর আজ দিল্লির যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর এটাই তাঁর রাজধানী সফর। জানা যাচ্ছে দিল্লিতে তিনি যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। দলীয় সাংসসদদের সঙ্গে বৈঠকে বসবেন আগামিকাল। ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা যোগ দিচ্ছেন না। এরকম এক অবস্থায় নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ দেওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ। দলের সাংসদদের সঙ্গে দলের সাংসদদের কিছু নির্দেশ দেবেন বলেই মনে করা হচ্ছে।
25 July 2024, 08:15 AM
Pathor Pratima: সমুদ্রের বাঁধ ভেঙে বিপত্তি। ভরা কোটালের জল হুহু করে ঢুকছে গ্রামে। প্লাবিত পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রাম। জলমগ্ন ধানজমি, শাক সবজির জমি।
25 July 2024, 08:15 AM
Barrackpore: ব্যারাকপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। বন্দুকের বাট দিয়ে এক ব্যক্তিকে মারার অভিযোগ উঠল। মাথা ফাটল এক তৃণণূল কর্মীর। অভিযোগ ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে।