6 November 2024, 08:45 AM
US President Election 2024: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসে জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অঙ্গরাজ্যটির ৪০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।
6 November 2024, 08:45 AM
US President Election 2024: ফ্লোরিডায় জয়ী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন। ২৪ বছর আগে এ অঙ্গরাজ্যের কারণে প্রেসিডেন্ট হয়েছিলেন রিপাবলিকান দলের জর্জ ডব্লিউ বুশ। ডেমোক্র্যাট দলের আল গোরকে হারিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত, ৭৩ শতাংশ ভোট গণনার পরে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে, রিপাবলিকান প্রার্থীরা সহজে জয় পেয়েছিল। ২০১৮ সালে এখানে ডেমোক্র্যাটদের আধিপত্য সত্ত্বেও রিপাবলিকানরা গভর্নর এবং সেনেটর নির্বাচিত হয়েছিল। ফ্লোরিডা এখন একটি লাল রাজ্য। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে এখানকার ৩০টি ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্পের ঝুলিতে জমা হল।
6 November 2024, 08:45 AM
US President Election 2024: হ্যারিস জয়ী ইলিনয়ে, ট্রাম্প আরও দুটি অঙ্গরাজ্য। ডেমোক্র্যাটিক দলের কমলা হ্যারিস ইলিনয়ে জয়ী হয়েছেন। ট্রাম্প আরও দুটি অঙ্গরাজ্য। এএফপির খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ইলিনয় অঙ্গরাজ্য এবং রোড আইল্যান্ডে জয় পেয়েছেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানা এবং মিসিসিপিতে জয় পেয়েছেন। নিউইর্য়কে জয় পেয়েছেন কমলা হ্যারিস।
6 November 2024, 08:30 AM
Chatt: ২০০৮, ২০১৩ এবং ২০১৪ সালে জোর করে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে জলাশয়ে ছট পালনের চেষ্টা হয়েছিল। ২০১১ সালে একই চেষ্টা হয়েছিল সুভাষ সরোবরে। তাই জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চের নির্দেশ অনুয়ায়ী বিগত বছর গুলোতে কলকাতার এই দুই মূল সরোবর ছটের আগে সিল করে দেয় পুলিস। সকালে রবীন্দ্র সরোবরের মাত্র ২টি ছোট গেট বাদে বাকি সমস্ত গেট সিল করার প্রক্রিয়া ধরা পড়ল ক্যামেরায়। গেটগুলি ভিতর থেকে ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড দড়ি দিয়ে বেঁধে সিল করে দেওয়া হয়েছে। প্রাতভ্রমণকারীরা বেরিয়ে গেলে বাইরে থেকেও একইভাবে ব্যারিকেড দিয়ে সিল করা হবে। সরোবরের সবকটি গেটে ইতিমধ্যেই কেএমডিএ এবং পুলিসের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আজ রাত ৮ টা থেকে ৮ নভেম্বর বেলা ১২ টা পর্যন্ত সরোবরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি রবীন্দ্র সরোবর থানার পক্ষ থেকে বিকেল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা থাকছে রবীন্দ্র সরোবরে। প্রাতভ্রমণকারীদের একটা অংশ একে সর্বান্তকরণে সমর্থন করছেন। তবে হিন্দিভাষী প্রাতভ্রমণকারীদের কেউ কেউ বলছেন, ছট পুজো বন্ধ করার জন্য সরোবর সিল করা হলেও সরোবরের ভিতরে সারাবছর অবাধে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ, ধূমপানের সামগ্রী এবং মদ্যপানের মতো আচরণ ঘটে চলে। সেদিকে প্রশাসনের নজর নেই বলেও তাদের অভিযোগ।
6 November 2024, 08:30 AM
Bidhannagar: "চায়ে পে আড্ডায় '' প্রতারণার ছক। অভিনব প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিস। অভিযুক্তের নাম অমিত সমাদ্দার, বেলঘরিয়ার বাসিন্দা। পুলিস সূত্রে খবর গতকাল দুপুরে সল্টলেক করুণাময়ী ট্রাফিক গার্ড থেকে বিধাননগর পূর্ব থানায় একটি খবর যায়, যে করুণাময়ী মেট্রো স্টেশনের জিআরপি এক ব্যক্তিকে আটক করে ট্রাফিক গার্ডে রেখেছেন এবং কয়েকজন যুবক তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছেন। সেই ভিত্তিতে বিধান নগর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিধান নগর পূর্ব থানায় নিয়ে আসে। এরপরেই তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিস সূত্রে খবর, নিজেকে মেট্রোর অফিসার পরিচয় দিয়ে বেশ কিছু চায়ের দোকানে প্রতিদিন আড্ডা দিতেন বেলঘরিয়ার বাসিন্দা অমিত সমাদ্দার। সেই চায়ের দোকানে বেকার যুবক-যুবতীদের টার্গেট করতেন তিনি। তাদেরকে সল্টলেক এর নতুন চালু হওয়া মেট্রো প্রকল্পে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। এমনই এক চাকরির প্রতিশ্রুতির ফাঁদে পড়েছিলেন বেশ কিছু যুবক। তাদেরকে সল্টলেকের মেট্রো স্টেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই অভিযুক্ত।
6 November 2024, 07:45 AM
Tufanganj: তুফানগঞ্জ-উত্তর-পূর্ব ভারতের অসম বাংলা সীমান্ত দিয়ে পাচারের পথে আটক কন্টেনার বোঝাই উট। আজ বন দপ্তরের সহযোগিতায় রাজস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ১৫ টি উটকে। প্রসঙ্গত অসম বাংলা সীমান্তের ভাঙ্গাপাকরি এলাকায় নাকা চেকিং পয়েন্টে একটি কনটেনার আটক করে ২০টি উট উদ্ধার করেছিল বক্সিরহাট থানার জোরাই ফাঁড়ির পুলিস। পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল চালকসহ দুই ব্যক্তিকে। অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এতদিন উটগুলির দেখভাল করে। প্রাণী চিকিৎসকরা দু'বেলা করে খামারে চিকিৎসা ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থার দায়িত্বে ছিলেন। এবার ওই উটগুলোর রাজস্থানে ফেরার পালা। ইতিমধ্যে নিয়ম অনুযায়ী তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতের নির্দেশ ও প্রশাসনিক নিয়ম মেনে উটগুলিকে রাজস্থানে ফেরত পাঠানো হচ্ছে।
6 November 2024, 07:45 AM
Sharda Sinha: বিহারের বিশিষ্ট সঙ্গীত লোকগীতি শিল্পী সারদা সিনহা(৭২) প্রয়াত। পদ্মভূষণ খেতাবে সম্মানিত এই শিল্পী ভর্তি ছিলেন দিল্লি এইমসে। হাড়ের এক ধরনের ক্যানসারে ভুগছিলেন তিনি। ২০১৭ সালে তা প্রথম ধরা পড়ে।
6 November 2024, 07:45 AM
US President Election 2024: মার্কিন সংবাদমাধ্য়মের সমীক্ষা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প জিততে পারেন ফ্লোরিডা-সহ আরও ৪টি প্রদেশে। অন্যদিকে কমলা হ্যারিস জিতবেন মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস ও ওয়াশিংটন ডিসিতে।
6 November 2024, 07:45 AM
US President Election 2024: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকটোরাল কলেজ ভোট। সেক্ষেত্রে এখনওপর্যন্ত ট্রাম্প এগিয়ে ৯৫ ইলেকটোরাল কলেজ ভোটে ও কমলা হ্যারিস এগিয়ে ৩৫ ইলেকটোরাল ভোটে। ইলেকটোরাল কলেজ ভোটে ম্যাজিক ফিগার হল ২৭০।