16 October 2024, 21:45 PM
আরজি কর মামলা এখন সুপ্রিম কোর্টে। শুনানি চলছে। গতকাল মঙ্গলবারই টাস্ক ফোর্সকে নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়াল ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৫ নভেম্বর দুপুর ৩টেয়।
16 October 2024, 11:15 AM
Krishnanagar: কৃষ্ণনগরে পুজো মণ্ডপে মৃত তরুণীর পরিচয় জানা গেল। তার বাড়ি কৃষ্ণনগরে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। প্রেমিকের সঙ্গে বেরিয়েছিল।
16 October 2024, 11:15 AM
Murshidabad: ডোমকলের মেহেদীপাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে মাঠের মধ্যে নয়নজলিতে মৃতদেহটিকে পড়ে থাকতে দেখা যায়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। স্থানীয়দের অনুমান বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে । ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার পুলিস। মৃত ব্যক্তির এখনও পরিচয় জানা সম্ভব হয়নি।
16 October 2024, 11:15 AM
Purulia: পুরুলিয়া: মাটি খুঁড়ে এক যুবতীর মুখ থেঁতলানো মৃতদেহ উদ্ধার করল পুলিস। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দ্রি অঞ্চলের ফতেপুর নদীঘাটের অদূরে। মৃতদেহটির মুখ থেঁতলা অবস্থায় মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আজ সকাল বেলা গ্রামের মানুষ নদীর ঘাটে যাওয়ার সময় আশেপাশের রক্ত দেখে স্থানীয় থানায় খবর দেয় । পুলিস এসে মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । এখনো পর্যন্ত মৃতদেহটির কোন নাম পরিচয় জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ।
16 October 2024, 10:45 AM
Jalpaiguri: লাঠি হাতে রাত জাগছেন মহিলারা। পাগল কুকুরের উপদ্রবে ঘুম উড়েছে জলপাইগুড়িবাসীর। জলপাইগুড়িতে এক পাগল কুকুরের কামড়ে অতিষ্ঠ জলপাইগুড়ি আদর পাড়ার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই বিষয় নিয়ে প্রশাসনের কে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। এলাকার বেশ কয়েকজনকে হঠাৎই কামড়ে দেয় এই পাগল কুকুরটি। যদিও জলপাইগুড়ি পুরপ্রশাসন আসার পরেও ব্যার্থ এই কুকুরটি উদ্ধার করতে। কুকুরটি এলাকায় ঘোরাঘুরি করছে। পুরসভাও এই পাগল কুকুরটির উপর নজর রেখে চলেছে। আহতরা মেডিকেল কলেজে ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভ্যাক্সিন নিতে পৌঁছেছেন। পাগল এই কুকুরের আতঙ্কে গোটা এলাকার বাসিন্দারা আতঙ্কিত। লাঠি হাতে রাত জাগছেন বাসিন্দারা।
16 October 2024, 10:45 AM
Purbasthali Accident: লক্ষী পুজোর দিন সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ঘটনায় আহত ৮। কালনার পূর্বস্থলীর চাপাতলা এলাকায়, একটি চার চাকা গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি তালগাছে গিয়ে ধাক্কা মারে। লরির ড্রাইভার ও খালাসীর মৃত্যু হয়েছে ঘটনায়। দীর্ঘক্ষণ লরির মধ্যে আটকে থাকার পর গ্যাস কাটার দিয়ে কেটে লরির ভেতরে থাকা দুজনকে উদ্ধার করা হয়েছে।
16 October 2024, 09:30 AM
Krishnanagar: অল্প বয়সী সম্ভবত ১৭-১৮ বছরের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল কৃষ্ষনগর থানা পুলিস। বস্ত্রহীন, অ্যাসিডে শরীরের সামনে অংশ ও মুখ পোড়া। প্রাথমিক অনুমান ধর্ষণ করে, খুন করে এসিড বা কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছে। ঘটনা নদিয়া জেলা সদর শহর কৃষ্ণনগরে। রামকৃষ্ণ পাড়া বারোয়ারি মহিলা পরিচালিত দুর্গাপুজোর মণ্ডপে প্রতিমা বিসর্জন হয়ে গেছে। মণ্ডপ ছিল ফাঁকা। মণ্ডবের মধ্যেই পাওয়া যায় দেহ। এই ঘটনায় রীতিমত আতঙ্কে কৃষ্ণনগর শহর। মেয়েটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিস মৃতদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে।
16 October 2024, 09:00 AM
Doctors Protest: কাল থেকে আমরণ অনশনে যোগ দিয়েছেন আরো দুইজন জুনিওর চিকিৎসক। এরা হলেন ডা রুমেলিকা কুমার, তৃতীয় বর্ষ কমিউনিটি মেডিসিন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, কলকাতা। এবং ডা স্পন্দন চৌধুরী, দ্বিতীয় বর্ষ জেনারেল মেডিসিন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
16 October 2024, 09:00 AM
Murshidabad Shoot out: রাধারঘাট এলাকায় গুলি চালনার ঘটনায় নিহত ব্যবসায়ী প্রদীপ দত্ত। মর্নিংওয়া সেরে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে ৩টি গুলি করে দুষ্কৃতীরা। প্রাথমিক অনুমান জমিজমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা।
16 October 2024, 08:15 AM
Murshidabad Shoot out: বুধবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে শুট আউট। গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার রাধার ঘাট এলাকায়। প্রদীপ দত্ত নামে পঞ্চাশ বছরের ওই ব্যক্তিকে মোটরবাইকে করে এসে গুলি করে পালিয়ে যায় বলে জানা গেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ব্যবসায়িক বিবাদের জেরে না অন্য কোন বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
16 October 2024, 08:00 AM
Kolkata Accident: সাতসকালে দুর্ঘটনা ইএম বাইপাসে। ধাপা মাঠপুকুর সিগনালে সায়েন্স সিটির দিক থেকে আসা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে ধাপা গামী একটি ডাম্পার।মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেট গাড়ি। কসবা থেকে এক মহিলাকে নিয়ে এয়ারপোর্ট ড্রপ করতে যাচ্ছিল গাড়িটি। আহত হয়েছেন গাড়ির চালক এবং মধ্যে থাকা মহিলা যাত্রী।গাড়িটিকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে ধাপা মোড়ে ডাম্পারটিকে ধরে ফেলে পুলিস। আটক ডাম্পারের চালক।
16 October 2024, 07:30 AM
Tarapith: আজ তারাপীঠে তারা মায়ের আর্বিভাব তিথি এবং কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে ভক্ত সমাগমে ভাসতে চলেছে মন্দির চত্বর। গত দুদিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত পবিত্র এই সিদ্ধপীঠে এসে উপস্থিত হয়েছেন ।
16 October 2024, 07:30 AM
RG Kar: আরজিকর সংলগ্ন রাস্তার গুলোতে আরো ১৫ দিনের জন্য ১৬৩ ধারার মেয়াদ বাড়ানো হল।
16 October 2024, 07:30 AM
Lokkhi Puja: লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে হাত পুড়ছে বাঙালির। ফলমূল, সবজির দাম আকাশছোঁয়া। আজ কোজাগরী লক্ষী পুজো। বাজারে যেতেই চোখে পড়ে সারি সারি পুজোর সরঞ্জামের দোকান। মাটির লক্ষী সড়া থেকে মূর্তি, শোলার ফুল থেকে শুরু করে চাঁদমালা, ধান, কড়ি কত কি..! আপেল, নাশপাতি, বেদানা বিকোচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দর। আখ ১ পিস ৩০ টাকা, কলা চার টে ৩০ টাকা। লক্ষীর সরা ও মূর্তি ৫০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে।
16 October 2024, 07:30 AM
Maheshtala: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সোমবার রাতে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা ও মারামারি সৃষ্টি হয়। মারামারিতে ৫ জন আহত। তারই জেরে মঙ্গলবার সন্ধ্যায় গতকালের ঘটনাকে কেন্দ্র করে আবার এলাকা উত্তপ্ত হয়। মহিলারা পথ অবরোধ করে পুলিসের গাড়ি। প্রায় তিন ঘন্টা আটকে বিক্ষোভ দেখায়। মহিলাদের অভিযোগ ১০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুমন রায় চৌধুরীর মদতে এলাকায় বেশকিছু অসামাজিক কাজকর্ম চলে। যার ফলে মহিলাদের রাস্তাঘাটে চলা দায় হয়ে উঠেছে । মহিলারা আরো অভিযোগ করে যে তারা থ্রেট কালচারের শিকার হতে হচ্ছে।
16 October 2024, 07:30 AM
Mathabhanga: কোচবিহারের মাথাভাঙা শহরের ৪ নম্বর ওয়ার্ডের মানষাই নদীর চরে খুন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শ্যামল ঘোষ (৫৫)। গতকাল রাতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয় পুলিসে। পুলিস গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কী কারনে এই ঘটনা তা খতিয়ে দেখছে মাথাভাঙা থানার পুলিস। স্থানীয় সূত্রে খবর শ্যামল ঘোষ তৃণমূল কংগ্রেস কর্মী। তৃনমুল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, বিজেপি এই খুনের সাথে জড়িত। লোকসভা নির্বাচনের পর বিজেপি এই খুনের রাজনীতি করছে।