বুুলবুল ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় বাবুল, রাজনীতি করার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

স্থানীয় বাসিন্দাদের তৃণমূল কর্মী বলে দাগিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।   

Updated By: Nov 13, 2019, 10:11 PM IST
বুুলবুল ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় বাবুল, রাজনীতি করার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

অঞ্জন রায়: ফের বিক্ষোভের মুখে পড়লেন বাবুল সুপ্রিয়। বুলবুল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন আসানসোলের সাংসদ। সেখানে নামখানায় বাবুলকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন স্থানীয়রা।তাঁদের দাবি, রাজনীতি করার জন্য এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এলাকা ঘুরতে এসেছিলেন। স্থানীয় বাসিন্দাদের তৃণমূলের লোকজন বলে দাগিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন বিক্ষোভ দেখিয়েছে। এটা আশা করেছিলাম। যদিও বাবুল সুপ্রিয়র অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দাদের। 

প্রধানমন্ত্রীর কথাতেই নাকি বুলবুল বিধ্বস্ত এলাকায় তিনি গিয়েছিলেন বলে দাবি করেছেন বাবুল সুপ্রিয়। এদিন দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও বকখালিতে পরিদর্শন করেন বাবুল সুপ্রিয়। নামখানাতে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ ওঠে। এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওঠে 'গো ব্যাক স্লোগান'। বিক্ষোভের মুখে পিছু হঠেন      বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জানান, বিজেপিকে আটকানোর চেষ্টা করছে তৃণমূল। প্রধানমন্ত্রীর নির্দেশেই বাবুল সেখানে গিয়েছিলেন।

বাবুল দাবি করেছেন, সাধারণ মানুষের কাছে এখনও ত্রাণ পৌঁছয়নি। নিজের টুইটারে একাধিক ভিডিয়ো পোস্ট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাবি করেছেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জায়গায় জঘন্য রাজনীতি করছে রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ত্রাণ বণ্টনের ক্ষেত্রে কোনওরকম দলাদলি করা চলবে না। সকলেই যাতে ত্রাণ পান, তা নিশ্চিত করতে হবে। 

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে হাঙ্গামা বাঁধানোর অভিযোগ উঠেছিল। সেবার তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। তাঁকে পড়ুয়াদের বিক্ষোভের হাত থেকে বাঁচিয়ে আনেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়।       

আরও পড়ুন- এটাই অচ্ছে দিন! জামাই আদর করে দক্ষিণ কলকাতার কুখ্যাত ডনকে দলে নিলেন দিলীপ

.