মাথাভাঙায় তৃণমূল সমর্থকদের ওপরে হামলা, গুরুতর জখম পঞ্চায়েত প্রধান

হামলার ব্যাপারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন,ওরা কাল রাতে আমাদের পঞ্চায়েত প্রধানকে মেরেছে। মানুষ এর উত্তর দেবে।

Updated By: Apr 11, 2019, 08:03 AM IST
মাথাভাঙায় তৃণমূল সমর্থকদের ওপরে হামলা, গুরুতর জখম পঞ্চায়েত প্রধান

নিজস্ব প্রতিবেদন: ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েকঘণ্টা আগেই তৃণমূল সমর্থকদের ওপরে হামলার অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙায়। অভিযোগের তির বিজেপির দিকে।

আরও পড়ুন-অডিয়ো: আধা সেনাকে কাটিয়ে কীভাবে ছাপ্পা? কর্মীদের বোঝালেন তৃণমূল নেতা

বুধবার রাত বারোটা নাগাদ মাথাভাঙার পচগড়া গ্রাম পঞ্চায়েতের ফকিরকুঠি এলাকায় তৃণমূলের একদল বাইক আরোহী সমর্থকের ওপরে হামলা করা হয়। অভিযোগ বিজেপি সমর্থকরাই ওই হামলা চালিয়েছে।

ওই হামলায় গুরুতর আহত স্থানীয় পঞ্চায়েত প্রধান অতুল দাস। আহত হয়েছেন তৃণমূলের আরও কয়েকজন নেতা-কর্মী। এলাকায় বাইক নিয়ে টহল দেওয়ার সময়ে ওই হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে বলা হয়েছে বাঁশ, লাঠি নিয়ে তাদের কর্মী-সমর্থদের ওপরে চড়াও হয় বিজেপি সমর্থরা।

আরও পড়ুন-রোগী দেখার সময়ই তৃণমূলের প্রচার করুন, ডাক্তারদের নির্দেশ নির্মল মাজির

হামলার ব্যাপারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন,ওরা কাল রাতে আমাদের পঞ্চায়েত প্রধানকে মেরেছে। মানুষ এর উত্তর দেবে।

 

.