দার্জিলিংয়ে বিজেপির প্রার্থীকে ঘিরে অসন্তোষ তুঙ্গে, ক্ষোভে পদত্যাগ মোর্চা নেতার
মণিপুরে জন্ম রাজু সিং বিস্তার। কর্মরত এক বেসরকারি সংস্থায়। তবে রাজুর পরিবার মটিগাড়ার বাসিন্দা
নিজস্ব প্রতিবেদন: দার্জিলিং কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরই কোন্দল প্রকাশ্যে চলে এল মোর্চার।
দার্জিলিংয়ে এবার লড়াই করছেন না বিজেপির জয়ী প্রার্থী এসএস আলুওয়ালিয়া। সেই জায়গায় প্রার্থী হচ্ছেন রাজু সিং বিস্তা। এনিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে মোর্চা শিবিরে। শুধু তাই নয় এর জেরে পদত্যাগ করলেন এক মোর্চা নেতা।
আরও পড়ুন-আরও ৯ জনের তালিকা প্রকাশ করল বিজেপি, বড় ধাক্কা খেলেন রমণ সিং
ভোটের মুখে পাহাড়ে হাত মিলিয়েছে জিএনএলএফ ও বিমল গুরুং পন্থী মোর্চা। রবিবার বিমলপন্থী মোর্চা তাদের সোশ্যাল সাইটে রাজুর প্রার্থী হওয়ার কথা প্রথম প্রকাশ করে। পরে রাজু সিং বিস্তার নাম ঘোষণা করেন কৈলাশ বিজয়বর্গীয়। এর পরই শুরু হয়ে যায় গোলমাল।
রাজুর নাম ঘোষণার পর পর মোর্চা নেতা স্বারাজ থাপা ক্ষোভে ফেটে পড়েন। শুধু তাই নয়, প্রতিবাদে তিনি দলের সব পদ থেকে পদত্যাগও করেন। তাঁর অভিযোগ, দার্জিলিংয়ে পাহাড়ের কোনও ভূমিপুত্রকে প্রার্থী করা উচিত ছিল, একজন বহিরাগতকে কেন প্রার্থী করা হল।
আরও পড়ুন-তৃণমূলকে জোর ধাক্কা, আড়াই হাজার অনুগামী নিয়ে 'ঘর ওয়াপসি' পুরুলিয়ার সুরজের
প্রসঙ্গত, মণিপুরে জন্ম রাজু সিং বিস্তার। আদতে তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। কর্মরত এক বেসরকারি সংস্থায়। তবে রাজুর পরিবার মটিগাড়ার বাসিন্দা। জিএনএলএফ নেতা মন ঘিসিং ও বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের পরই রাজুর নাম স্থির হয়। তার পরেও অসন্তোষ।