close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

'বিজেপিতে যাচ্ছি না', দলত্যাগের জল্পনা ওড়ালেন কংগ্রেসি বিধায়ক নেপাল মাহাত

"গান্ধী পরিবার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি আমার আনুগত্য আমৃত্যু থাকবে।"

Updated: Mar 14, 2019, 05:55 PM IST
 'বিজেপিতে যাচ্ছি না', দলত্যাগের জল্পনা ওড়ালেন কংগ্রেসি বিধায়ক নেপাল মাহাত

নিজস্ব প্রতিবেদন : দলত্যাগের সম্ভাবনা ওড়ালেন বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত। সাফ জানালেন, তাঁর কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদানের খবর সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা।

প্রেস বিবৃতি জারি করে নেপাল মাহাত বলেছেন, "এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। উদেশ্যপ্রণোদিতভাবে সেই মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি স্বর্গীয় দেবেন মাহাতর পুত্র। যে দেবেন মাহাত ছিলেন পুরুলিয়া কংগ্রেসের প্রাণপুরুষ। স্বয়ং ইন্দিরা গান্ধীর পদধূলিতে ধন্য আমাদের বাড়ি। গান্ধী পরিবার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি আমার আনুগত্য আমৃত্যু থাকবে। তাই আমার ভবিষ্যৎ নিয়ে অযাচিত ভাবনা যাঁরা করছেন, তাঁদের সে কাজে বিরত থাকাই শ্রেয়।"

আরও পড়ুন, অর্জুনের হাত ধরে বিজেপিতে ২২ কাউন্সিলর? প্রশ্নের মুখে ভাটপাড়ায় তৃণমূল পুরবোর্ডের ভবিষ্যত

এদিন দিল্লিতে বিজেপিতে যোগ দেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তারপরই শোনা যায়, বৃহস্পতিবারই বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের আরও ৩ বিধায়ক। যার মধ্যে রয়েছেন  নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং, বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত ও পুরুলিয়ার কংগ্রেসি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এরপরই প্রেস বিবৃতি দিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগের জল্পনা ওড়ালেন নেপাল মাহাত।