রাজ্যে দু‌র্যোগের বলি ৭, ক্ষতিগ্রস্তদের সবরকম সাহা‌য্যের আশ্বাস উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

অপপ্রচার, কুৎসায় কান না দিয়ে রাজ্যের মানুষকে সোমবার পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

Updated By: May 13, 2018, 07:45 PM IST
রাজ্যে দু‌র্যোগের বলি ৭, ক্ষতিগ্রস্তদের সবরকম সাহা‌য্যের আশ্বাস উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: রবিবার রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক ঝড়বৃষ্টিতে মৃত্যু হল ৭ জনের। এর মধ্যে হাওড়ার উলুবেড়িয়াতেই বাজ পড়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। নদিয়ার হাঁসখালিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে, মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে ১ জনের। এদিন দু‌র্যোগের কবলে পড়ে রাজ্যে বেশকিছু ঘরবাড়ির ভেঙে পড়েছে।

আরও পড়ুন-রবিবারের বারবেলায় বৃষ্টিতে স্নান করল ৫ জেলা

এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টাকে বলেন, ‘বেশকিছু দিন ধরেই দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হলেই বা ঝড়বৃষ্টিতে গাছ পড়ে বা বাজ পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। প্রাকৃতিক দু‌র্যোগ ‌যেন এবছর একটু বেশিই হচ্ছে। গোটা দেশে ধুলোর ঝড়ে মারা গেছেন ২০০ জন। আমাদের এখানেও অনেকেই মারা গিয়েছেন। বিভিন্ন জেলাতে ঘরবাড়ি ভেঙে গিয়েছে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি এটুকু বলতে পারি সরকার সবসময় তাদের পাশে থাকবে। প্রাকৃতিক দু‌র্যোগ তো আমাদের হাতে নেই! ‌ যাঁরা মারা গিয়েছেন তাদের জীবন ফিরিয়ে দিতে পারব না তবে ‌যেসব মানুষদের ঘর ভেঙে গিয়েছে বা বিভিন্নরকম ভাবে অনেক ক্ষতি হয়েছে তাদের দু‌র্যোগ মোকাবিলা দফতর থেকে সব রকমের সাহা‌য্য করা হবে। ’

আরও পড়ুন-রেলব্রিজের পাশে উদ্ধার দেহ, ছুরি দিয়ে কুপিয়ে যুবক খুন ট্যাংরায়

রাজ্যে দু‌র্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। ডিএমদের রিপোর্ট দিতে বলা হয়েছে। এরা প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে। কিন্তু প্রাকৃতিক দু‌র্যোগ তো কারও জন্য অপেক্ষা করে না! মুখ্য সচিবকে বলেছি পুরো রিপোর্ট নিতে। ওই রিপোর্টের উপরে ভিত্তি করে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহা‌য্য করা হবে।’

অন্যদিকে, সোমবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামিকাল পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সবাইকে বলব কোনও অপপ্রচার, কুৎসা, প্ররোচনায় পা না দিয়ে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। গ্রামবাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিন। সরকার সব সময়ে মানুষের পাশে থাকবে। মানুষকে আবেদন করব শান্তিতে থাকুন। শান্তিতে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করুন।’

.