'ভূমি দফতর ঘুঘুর বাসা, এটা ভাঙতে হবে', ক্ষোভ উগরে দিলেন মমতা
দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: ফের ভূমি দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কাজ ফেলে না রেখে, দফতরের কর্মীদের তা দ্রুত শেষ করার নির্দেশ দিলেন তিনি। সর্বসমক্ষে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) তোপ, 'ভূমি দফতর ঘুঘুর বাসা। এটা ভাঙতে হবে।'
মঙ্গলবার তিন দিনের গঙ্গাসাগর সফরে যান মুখ্যমন্ত্রী। বুধবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। ডিএম, বিডিও, পুর চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি-সহ পুলিস এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। সকলের অভাব-অভিযোগ শোনেন। একাধিক সরকারি প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। ওই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রীকে ভূমি দফতরের কাজ নিয়ে অভিযোগ জানান বারুইপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান শক্তিপদ মণ্ডল। তিনি দাবি করেন, এলাকায় ভূমি দফতর ঠিক করে কাজ করছে না। ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে।
সেই অভিযোগ শোনা মাত্রই রাগে ফেটে পড়েন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ভূমি দফতরের আধিকারিককে দাঁড় করান তিনি। এরপরই ভূমি দফতরের কাজ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্য বৈঠকেই মমতা বন্দ্য়োপাধ্যায় বলে বসেন, "ভূমি দফতর একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এটা ভাঙতে হবে। এটা ভাঙবে আমাদের অফিসাররা।" পাশাপাশি, দফতরের আধিকারিকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
এই প্রথম নয়, আগেও হাওড়ার প্রশাসনির বৈঠক থেকে ভূমি দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, "হাওড়া জেলায় জমি নিয়ে সমস্যা হচ্ছে। জেলা ভূমি দফতরের কর্তারা কাজ দেরিতে করছেন। কার নির্দেশে কাজ বন্ধ। কারা এত বড় বড় নেতা দেখি!" মুখ্যমন্ত্রীর অভিযোগ, অভিজ্ঞতার জন্য কিছু অবসরপ্রাপ্ত অফিসারদের রাখা হলেও, তাঁরা ২ বছর ধরে কাজ করেননি।
আরও পড়ুন: Murshidabad Ganges Erosion: ভয়ঙ্কর Video! মুর্শিদাবাদে গোটা একটা মন্দিরকেই 'গিলে খেল' গঙ্গা