মদ বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূর উপরে অ্যাসিড হামলা, গ্রেফতার ১
ঘরের সামনে মদ বিক্রি করার প্রতিবাদ করাতেই নারুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে গৃহবধূ
নিজস্ব প্রতিবেদন: মদ বিক্রির প্রতিবাদ করার এক গৃহবধূর উপরে অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই বধূ।
আরও পড়ুন-জৈন ডায়েরির সর্বশেষ নাম 'Dhankhar', আপনিই কি সেই লোক? জানতে চাইলেন Sukhendu
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত নারায়ণ মধু ওরফে নারু(৪৯) দীর্ঘদিন ধরেই অশোকনগরের(Ashoknagar) হরিপুর এলাকায় টোটো করে ঘুরে ঘুরে মদ বিক্রি করতো। সোমবার রাতে অভিযোগকারী গৃহবধূর বাড়ির সামনে দাঁড়িয়ে মদ বিক্রি করছিল।
আরও পড়ুন-রাজ, অরূপের মধ্যস্থতায় কাটল জট, বুধবার থেকে নতুন ধারাবাহিকের শুটিং শুরু
ঘরের সামনে মদ বিক্রি করার প্রতিবাদ করাতেই নারুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে গৃহবধূ। সে সময়ের জন্য ওই বচসা থেমে যায়। পরে কিছুক্ষণ পরে অ্যাসিড নিয়ে হামলা চালায় নারু। এমনটাই অভিযোগ। কোনওক্রমে পালিয়ে বাঁচেন ওই গৃহবধূ। পরে অশোকনগর থানায় নারুর নামে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নারুকে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)