Raiganj: রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে মিনি ম্যারাথনে মন্ত্রী-প্রশাসনিক কর্তারা
জেলা শাসক অরবিন্দ কুমার, রায়গঞ্জ পুলিস জেলার সুপার সানা আখতার গোটা রাস্তাটাই দৌড়ন ও হাঁটেন
ভবানন্দ সিং: রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরতে মিনি ম্যারাথনের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ওই ম্যারাথনে অংশ নেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা।
রবিবার সকালে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে ওই ম্য়ারাথন, হাঁটা ও সাইকেল মিছিলের আয়োজন করা হয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি হয়ে নেতাজি সুভাষ রোড মহাত্মা গান্ধী রোড হয়ে ম্যারাথন ফিরে আসে রায়গঞ্জ স্টেডিয়ামে।
ম্যারাথনে অংশ নেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও সাবিনা ইয়াসমিন। অংশ নেন জেলা শাসক অরবিন্দ মিনা, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সোয়াল, রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার, রায়গঞ্জ পুরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বিস, উপ পৌরপিতা অরিন্দম সরকার-সহ জেলার সব বিধায়ক ও প্রশাসনিক কর্তারা।
জেলা শাসক অরবিন্দ কুমার, রায়গঞ্জ পুলিস জেলার সুপার সানা আখতার গোটা রাস্তাটাই দৌড়ন ও হাঁটেন। গোটা রাস্তায় রাজ্যের সরকারের বিভিন্ন রকমের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। রাজগঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গনে হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন-কালবৈশাখীর সময় রোয়িং কেন? প্রশ্ন মৃত দুই কিশোরের পরিবারের