Lake Club Death: কালবৈশাখীর সময় রোয়িং কেন? প্রশ্ন মৃত দুই কিশোরের পরিবারের

ঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন রোয়িংয়ের অনুমতি দিল স্কুল কর্তৃপক্ষ। মৃত এক কিশোরের বাবার বক্তব্য, ''কেন আপনারা আমাকে ২ ঘণ্টা পরে জানালেন? কেন আধ ঘন্টার মধ্যে জানান হল না?''

Updated By: May 22, 2022, 09:59 AM IST
Lake Club Death: কালবৈশাখীর সময় রোয়িং কেন? প্রশ্ন মৃত দুই কিশোরের পরিবারের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কালবৈশাখীর (Kalbaishaki) মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার কলকাতার  (Kolkata) রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) ঝড়ের সময় রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা(accident) ঘটে। ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে যায় ২ কিশোর। ঘটনার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষমেশ ২ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে (hospital) নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এদের মধ্যে পুষণ সাধুখাঁকে(১৪) নিয়ে যাওয়া হয়ে বেসরকারি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত অন্য কিশোরের নাম সৌরদীপ চট্টোপাধ্যায়। শনিবার পুষণের মৃতদেহ মর্গে রাখা হয়েছিল। আজ তা পাঠানো হবে ময়না তদন্তের জন্য। ইন্টার স্কুল রোয়িং প্রতিযোগিতার জন্য প্রাকটিস করছিল ওই ৪ জন। আর সেই প্রাকটিসের সময়েই নৌকা উল্টে যায়। এ ঘটনায় তোলপাড় হয়েছে তিলোত্তমা। 

এদিন প্রশ্ন ওঠে ঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন রোয়িংয়ের অনুমতি দিল স্কুল কর্তৃপক্ষ। মৃত এক কিশোরের বাবার বক্তব্য, ''কেন আপনারা আমাকে ২ ঘণ্টা পরে জানালেন? কেন আধ ঘন্টার মধ্যে জানান হল না? আমাদের অনেক লোক চেষ্টা করতে পারত। আর একজন যে ছেলেটি মারা গিয়েছে তার বাবা পুলিস অফিসার। তাঁরা জানতে পারলে তখন আমরা যে অ্যাকশন নিতাম, সেটা ৬টার পরে নিতে হয়েছে। পুলিস ঢোকানো, পুলিসের স্পিড বোট দেওয়ার, ডুবুরি দেওয়া। সেগুলো ঝড়ের সময় বাচ্চাগুলোকে নামিয়ে দিয়েছেন, কোন সার্পোট ইনফ্রাস্ট্রাকচার নেই ম্যাডাম...আমার ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করত, অন্য কিছু করত, অন্য ব্যাপার। স্কুলকে ফাইনালে তুলে, স্কুলের হয়ে প্র্যাকটিস করতে গিয়েছে ঝড়ের সময়। আপনারা তাকে তোলেননি, তখন যেতে দিয়েছেন স্কুল ইন্সট্রাকটরের নির্দেশে। ওই ২ ঘন্টায় কেন অ্যাকশন নেননি, হাসপাতালে এসেছি ২ ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন সাউথ পয়েন্টের কেউ আসেনি, কেন ম্যাডাম, কেন আপনারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন?''

প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালবৈশাখী শুরু হয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা সহ কলকাতায়। ঘন্টায় ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় শহরে এবং তারপরে বৃষ্টি হয়।

আরও পড়ুন, Lake Club: ঝড়ের সময় লেক ক্লাবে মর্মান্তিক ঘটনা, রোয়িং করতে গিয়ে মৃত্যু ২ কিশোরের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.