Road accident: সাতসকালে একাধিক পথ দুর্ঘটনা, আহত ১৩
Road accident: দিন দিন পথ দুর্ঘটনা যেন বেড়েই চলেছে তাঁর মধ্যে বাসন্তি হাইওয়ের নাম প্রায়ই উঠে আসে।
প্রসেনজিৎ সর্দার ও সন্দীপ ঘোষচৌধুরী: সাতসকালে পথ দুর্ঘটনার শিকার বাসন্তি হাইওয়ে। একটি মারুতি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি অটোর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত চৌকিদার মোড় এলাকায়। এই দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে, তড়িঘড়ি বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: পুরসভার পানীয় জলে পোকা! জল কিনে খেতে হচ্ছে এলাকাবাসীকে...
ঘটনাটি খতিয়ে দেখতে, ঘটনাস্থলে এসে পৌঁছায় বাসন্তী থানার পুলিস। আহত পাঁচজনের মধ্যে দুজনকে কলকাতা হাসপাতালে রেফার করেন চিকিৎসাকরা। এই দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখছেন পুলিস।
আরও পড়ুন: চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ, আপাতত জেলেই ঠাঁই সন্ন্যাসীর
এদিকে নদীয়া জেলার দেবগ্রাম কাটোয়াঘাট সড়কেও পথদুর্ঘটনা ঘটেছে। নদীয়া জেলাতেও সাতসকালে এক যাত্রীবাহী বাস ধাক্কা মারে মোটরভ্যানে। ভ্যানটির চালক সহ জখম ৮ যাত্রী। এই দুর্ঘটনাটি ঘটে নদীয়া জেলার দেবগ্রাম-কাটোয়া ঘাট সড়কের হাটখোলার কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালের বড় ইটনা গ্রামের তেরো জনের একটি নির্মাণ শ্রমিকের দল মোটরভ্যানে চেপে বল্লভপাড়ার দিকে কাজে আসছিল।
আরও পড়ুন: শনি থেকে হওয়াবদল! পশ্চিমি ঝঞ্ঝার জেরে সুর কাটবে শীতের? 'গ্রাউন্ড ফ্রস্ট সিচুয়েশন' কোথায়?
এবং হাটখোলার কাছে এসে দেবগ্রামের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পিছনে ধাক্কা মারে। ফলে রাস্তার পাশে মোটরভ্যানটি উল্টে যায়। যাত্রীরা ছিটকে পড়ে জখম হয়। স্থানীয় বাসিন্দারা জখম আটজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং চারজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)