পাহাড়ে আন্দোলনের নামে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, নির্দেশিকা সরকারের

পাহাড়ে আন্দোলনের নামে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সোমবার অর্থনৈতিক অবরোধ করতে গিয়ে কারও ওপর জোরজুলুম করা হলে কড়া হাতে মোকাবিলা করবে প্রশাসন। জোর করে অফিস বন্ধ রাখার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা হবে না সরকার। পর্যটকদের বাধা দিলেও একই ব্যবস্থা। সোমবার থেকে মোর্চার আন্দোলন নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছে সরকার। কাজে না গেলে বেতন তো কাটা যাবেই, কর্মজীবন থেকে ওই দিনগুলি বাদ যাবে। খবর নবান্ন সূত্রে।

Updated By: Jun 11, 2017, 08:48 PM IST
পাহাড়ে আন্দোলনের নামে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, নির্দেশিকা সরকারের

ওয়েব ডেস্ক: পাহাড়ে আন্দোলনের নামে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সোমবার অর্থনৈতিক অবরোধ করতে গিয়ে কারও ওপর জোরজুলুম করা হলে কড়া হাতে মোকাবিলা করবে প্রশাসন। জোর করে অফিস বন্ধ রাখার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা হবে না সরকার। পর্যটকদের বাধা দিলেও একই ব্যবস্থা। সোমবার থেকে মোর্চার আন্দোলন নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছে সরকার। কাজে না গেলে বেতন তো কাটা যাবেই, কর্মজীবন থেকে ওই দিনগুলি বাদ যাবে। খবর নবান্ন সূত্রে।

সোমবার থেকে অর্থনৈতিক অবরোধ, মোর্চা মরিয়া, প্রস্তুত প্রশাসনও

মোর্চার আন্দোলনের মোকাবিলায় তৈরি হচ্ছে তৃণমূল

.