ভুল করেছি, মাথা ন্যাড়া হয়ে তৃণমূলে ফিরলেন বিজেপির একঝাঁক কর্মী-সমর্থক

বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ওরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। এখন দেখছে বিজেপিতে এসে কোনও লাভ নেই

Updated By: Jun 22, 2021, 04:20 PM IST
ভুল করেছি, মাথা ন্যাড়া হয়ে তৃণমূলে ফিরলেন বিজেপির একঝাঁক কর্মী-সমর্থক

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বহু এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূলে। মঙ্গলবার খানাকুলেও তৃণমূলে যোগ দিলেন এলাকার একঝাঁক বিজেপি নেতা-কর্মী।

আরও পড়ুন- 'প্রশান্ত কিশোর আমাদের ভাগ্য বিধাতা নয়', Adhir-এর নিশানায় ভোটকৌশলী 

এদিন খানাকুলের(Khanakul) বলপাই-এ বিজেপি নেতা বিভাস মালিকের নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। তবে চমকপ্রদ বিষয় হল, অধিকাংশ নেতা-কর্মীই মাথা ন্যাড় হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।  অনুষ্ঠানে ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।

তৃণমূলে যোগ গিয়ে এক বিজেপি কর্মী সংবাদমাধ্যমে জানান, বিজেপিতে গিয়ে তারা ভুল করেছিলেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই মাথা ন্যাড়া হলেন। এখন থেকে তারা তৃণমূলের আদর্শ মেনেই কাজ করবেন।

আরও পড়ুন-তালিবানের সঙ্গে বৈঠক ভারতের? কাতারের দাবি ঘিরে জল্পনা তুঙ্গে  

এনিয়ে বিজেপির আরামবাগ(Arambagh) জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, খানাকুলে বিভাস মালিক সহ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছে। ওরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। এখন দেখছে বিজেপিতে এসে কোনও লাভ নেই। আসলে ওরা ইনকাম করার জন্য এসেছিল। এখন ওরা সেটা বুঝতে পেরেছে। এরা কোনও দলের সম্পদ হতে পারে না। এরা ভবঘুরে। এতে দলের কোনও ক্ষতি হবে না। দলের আসল সমর্থকরা এখনও অত্যাচারিত হয়ে বিজেপিতেই রয়েছেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.