সরে গিয়েছে বুলবুল, রবিবার বিকেলের মধ্যেই স্বাভাবিক হবে পরিস্থিতি

রবিবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। বিকেলের পর দুর্যোগ সম্পূর্ণ কেটে যাবে বলেই হাওয়া অফিসসূত্রে খবর। 

Reported By: প্রিতম দে | Updated By: Nov 10, 2019, 10:01 AM IST
সরে গিয়েছে বুলবুল, রবিবার বিকেলের মধ্যেই স্বাভাবিক হবে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদন: রাতভোর তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে আপাতত বাংলাদেশের দিকে ঘুরে গিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। বিপদ কেটে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার সকাল থেকেই ক্রমশ পরিষ্কার হচ্ছে আকাশ। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে। বিকেলের মধ্যেই সম্পূর্ণ কেটে যাবে দুর্যোগ। 

শনিবার রাতে ঘূর্ণিঝড় বুলবুলের জন্য বাতিল হয়েছে বহু ট্রেন। পাশাপাশি ট্রেন লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল খানিকটা ব্যাহত হলেও, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। উল্লেখ্য,  গতকাল বুলবুলের কারণে বাতিল করা হয় বহু বিমানও, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় কলকাতা বিমানবন্দর। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমান চলাচলও স্বাভাবিক হচ্ছ। অন্যদিকে রবিবার ছুটির দিন হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি কম হয়েছে।

আরও পড়ুন: অযথা আতঙ্ক ছড়াবেন না, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুত প্রশাসন : মুখ্যমন্ত্রী

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, রবিবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। বিকেলের পর দুর্যোগ সম্পূর্ণ কেটে যাবে বলেই হাওয়া অফিসসূত্রে খবর। 

.