Shirley Temple:ডুডলের মাধ্যমে হলি-আইকনকে স্মরণ গুগলের

ঘানায় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন।

Updated By: Jun 9, 2021, 08:10 PM IST
Shirley Temple:ডুডলের মাধ্যমে হলি-আইকনকে স্মরণ গুগলের

নিজস্ব প্রতিবেদন: আমেরিকান অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী এবং কূটনীতিবিশেষজ্ঞ শ্রিলে টেম্পলকে শ্রদ্ধা জানাল গুগল। 

ডুডলের মাধ্যমে বুধবার গুগল Shirley Temple-কে স্মরণ করল। American actor, singer, dancer and diplomat with an animated doodle.

২০১৫ সালের এই দিনেই Santa Monica History Museum শ্রিলেকে ঘিরে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। ১৯২৮ সালের ২৩ এপ্রিল California-য়  তাঁর জন্ম। প্রথম থেকেই অত্যন্ত প্রতিভাময়ী ছিলেন তিনি। এর উপর তাঁর টোল-পড়া গাল, সোনালি কোঁকড়ানো চুল তাঁকে পর্দাতেও জনপ্রিয় করে তুলল। ‘Stand Up And Cheer’, ‘Bright Eyes’ তাঁর স্মরণীয় কাজ। ১০ বছর বয়স হওয়ার আগেই তিনি স্টার! মাত্র ৬ বছর বয়সে তিনি  Academy Award জিতে নেন। মাত্র ২২ বছর বয়সেই তিনি কাজ থেকে অবসর নেন। এবং পুরোপুরি জনকল্যাণমূলক কাজে নিজেকে সঁপে দেন। 

আরও পড়ুন: Barbara Jabarica:কে এই দূর দ্বীপবাসিনী রহস্যময়ী সুন্দরী?

International Relations-এর কাজেও তাঁর বিপুল অবদান ছিল। তিনি ১৯৬৯ সালে আমেরিকার প্রতিনিধি হিসেবে ব্রিটেনে নিযুক্ত ছিলেন।  ১৯৮৮ সালে শ্রিলে Honorary Foreign Service Officer নিযুক্ত হয়েছিলেন। ঘানায় রাষ্ট্রদূতের দায়িত্বও তিনি সামলেছেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: ৯৮ ফুট দীর্ঘ ডাইনোসর! আবিষ্কৃত অস্ট্রেলিয়ায়

.