স্বাস্থ্যভবনের করোনা নিয়ন্ত্রক সেলের ১৫ জনের মধ্যে ১৪ জনই করোনা পজেটিভ
স্বাস্থ্য ভবনের দুটি কোভিড সেলের মধ্যে সেল ওয়ানে ১৫ জনের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ। সূত্রের খবর, সেল টুতেও করোনা আক্রান্ত হয়েছেন এক চিকিত্সক।
তন্ময় প্রামাণিক: করোনার থাবা স্বাস্থ্যভবনে। কোভিড মোকাবিলায় কাজ করা দুটি সেলের প্রায় ২০ জনের করোনা সংক্রমণ হয়েছে বলে সূত্রের খবর। উদ্বেগ আর আতঙ্ক ক্রমেই বাড়ছে স্বাস্থ্যভবনে।
আরও পড়ুন: পাঁচ দিনের জ্বর, করোনায় মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানার সাব ইন্সপেক্টরের
করোনা সংক্রমণ কমার লক্ষণ নেই। উল্টে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় কাজ করা পুলিস, চিকিত্সক, চিকিত্সা কর্মীরাও সংক্রমণের শিকার। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছে স্বাস্থ্য ভবন। কিন্তু সেখানেও ক্রমশ থাবা বসাচ্ছে ভাইরাস। সূত্রের খবর এমনটাই।
আরও পড়ুন: করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে রাজ্যে, জেনে নিন আপনার জেলার পরিস্থিতি
করোনা মোকাবিলায় স্বাস্থ্য ভবন দুটি সেল তৈরি করেছে। এক একটি সেলে রয়েছে ১৫ জন, রয়েছেন ৪ জন করে চিকিত্সক,মনোবিদ, ও চিকিত্সা কর্মীরা। সূত্রের খবর, কিছুদিন আগেই প্রায় পাঁচ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এবার দুটি সেল মিলিয়ে আরও চোদ্দ জনের করোনা পজিটিভ বলে খবর।
স্বাস্থ্য ভবনের দুটি কোভিড সেলের মধ্যে সেল ওয়ানে ১৫ জনের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ। সূত্রের খবর, সেল টুতেও করোনা আক্রান্ত হয়েছেন এক চিকিত্সক।