করোনা মোকাবিলায় পদক্ষেপ, অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সপ্তাহ দুয়েকের মধ্যে প্লান্টটি চালু হওয়ার সম্ভাবনা।

Updated By: May 5, 2021, 04:52 PM IST
করোনা মোকাবিলায় পদক্ষেপ, অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতি ভালো নয় একেবারেই। করোনাকালে অক্সিজেনের ঘাটতি মেটাতে জোরকদমে প্লান্ট তৈরি কাজ চলছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে। সূত্রের খবর, বাংলায় ৯৩টি অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে নবান্নও। আপাতত ৬ প্লান্টের অনুমোদন পাওয়া গিয়েছে। 

সপ্তম দফার মিটতেই কলকাতায় ফিরে কমিশনের অনুমতি নবান্নে কোভিড বৈঠক করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়, স্বরাষ্ট্রসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সূত্রের খবর,  তখন সরকারের তরফে জানানো হয়, রাজ্যে অক্সিজেনের কোনও সংকট নেই। বরং এবার পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন  সরবরাহ করা হবে। 

আরও পড়ুন: আগামিকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ, অতিমারী মোকাবিলায় মমতার সিদ্ধান্ত

জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে নদিয়া জেলায় অক্সিজেনের ঘাটতি যথেষ্টই। এমনকী, পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে মারাও গিয়েছে অনেকেই। বস্তুত, এদিন সকালেও খাস কৃষ্ণনগর জেলা হাসপাতালের বাইরে বেসরকারি সংস্থা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে থাকতে দেখা গেল করোনা আক্রান্তের পরিবারের লোকেদের। যদিও অক্সিজেনের ঘাটতির কথা স্বীকার করতে চাইলেন না তাঁরা। বরং দাবি করলেন, জেলা হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। তবুও জরুরি প্রয়োজনের কথা চিন্তা করে বেসরকারি সংস্থা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেখেছেন। এরজন্য সুপারের লিখিত অনুমতিও নিয়েছেন। এই যখন পরিস্থিতি, তখন কৃষ্ণনগর জেলা হাসপাতালেই অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

.