Panchayat Election 2023: পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টি, মনোনয়ন ঘিরে উত্তপ্ত বীরভূমের আমোদপুর
পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টি করার অভিযোগ ওঠে সাধারণ মানুষের বিরুদ্ধে। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে।
প্রসেনজিৎ মালাকার: আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর সেই মনোনয়ন ঘিরেই উত্তপ্ত বীরভূমের আমোদপুর। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। ঢিল, ইট, লাঠি নিয়ে হামলার অভিযোগ।
ত্রিস্তর পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে হিংসার ছবি বীরভূমের বোলপুরেও। অভিযোগ, বিজেপি সিপিএম ও অন্যান্য দল মনোনয়নের জন্য বোলপুর শ্রীনিকেতন ব্লকে যেতে গেলে তাদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শ্রীনিকেতন মোড়ে বেধড়ক মারধর করা হয় তাদের। বোলপুরের শ্রীনিকেতন ব্লকে মনোনয়ন জমা দিতে গেলে বিরোধীদের মারধর করা হয় বলে অভিযোগ। গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। আরও অভিযোগ, ভাঙচুর করা হয় সিপিএমের পার্টি অফিস। খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও মনোনয়নপত্র দাখিল না করেই ফিরে যান বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।
ওদিকে নানুরেও আক্রান্ত বিজেপি। নানুর ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে আসার পথে থানা থেকে কিছুটা দূরে বিজেপির দুটো গাড়িতে ইট দিয়ে হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি তিনজন মহিলার বিজেপি প্রার্থীর গায়েও হাত দেওয়া হয়, মারধর করা হয় বলে অভিযোগ। তবে আমোদপুরে অবশ্য উত্তেজনা বেশি ছড়ায়। ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টি করার অভিযোগ ওঠে সাধারণ মানুষের বিরুদ্ধে। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। গোটা ঘটনায় ব্যাপক উত্তপ্ত এলাকা।