অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে ডিজিটাল এক্স-রে, আজব ফরমান সরকারি হাসপাতালে

রোগীদের দাবি, ডিজিটাল এক্স-রে হওয়ার পর  তার রিপোর্ট বা প্লেট দেওয়া হচ্ছে একমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই

Updated By: Jul 21, 2021, 06:11 PM IST
অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে ডিজিটাল এক্স-রে, আজব ফরমান সরকারি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন: অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। তা না হলে ডিজিটাল এক্স-রে করা হচ্ছে না। এমন এক আজব অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাপাতালের বিরুদ্ধে। ফলে স্মার্ট ফোন না থাকায় অনেকেই ফিরলেন এক্স-রে না করিয়ে।

আরও পড়ুন-'ফোনের ক্যামেরায় প্লাস্টার লাগিয়ে দিয়েছি', পেগাসাস-কাণ্ডে কেন্দ্রকে তোপ Mamata-র

কেন এমন ফরমান! রোগীদের দাবি, ডিজিটাল এক্স-রে হওয়ার পর  তার রিপোর্ট বা প্লেট দেওয়া হচ্ছে একমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই। হাতে কোনও প্লেট বা রিপোর্ট দেওয়া হচ্ছে না। ফলে অ্যান্ড্রয়েড ফোন না থাকায় অনেকেই এক্স-রে না করিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেকে।

আরও পড়ুন-আগামী ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' ঘোষণা Mamata-র;২৪-র বার্তা,'রাজ্যে রাজ্যে খেলা হবে'

জলপাইগুড়ি সদর হাসপাতালে রয়েছে পিপিপি মডেলের এক ডিজিটাল এক্স-রে ইউনিট। তার দায়িত্ব থাকা কর্মীরা জানান, যদি কোনও রোগ মারাত্মক হয় তাহলেই আমরা এক্স-রে প্লেট দিয়ে থাকি। কিন্তু যদি সাধারণ কোনও বিষয় হয় তাহলে একমাত্র অ্যান্ডড্রয়েড ফোনেই রিপোর্ট দিচ্ছি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.