দেবীপক্ষের সূচনায় প্রথা মেনে পূর্ব পুরুষকে স্মরণ রাজ্যের প্রতিটি কোণায়

Updated By: Sep 19, 2017, 10:07 AM IST
দেবীপক্ষের সূচনায় প্রথা মেনে পূর্ব পুরুষকে স্মরণ রাজ্যের প্রতিটি কোণায়

ওয়েব ডেস্ক: শরতের শুরুতেই এবার উমা আসছেন ঘরে। যাই - যাই করেও থেকে যাওয়া বৃষ্টি আর আর মাঝে মধ্যে মেঘ সরিয়ে ওঠা রোদের লুকোচুরির মাঝেই দেবী এবার বন্দনার প্রস্তুতি। আগমনীর সুর বেজে উঠেছে মনের কোনে। দেবীপক্ষের সূচনায় প্রথা মেনে পূর্ব পুরুষকে স্মরণ রাজ্যের প্রতিটি কোণায়।

আজ মহালয়া, পিতৃপক্ষের শেষে শুরু হল দেবী পক্ষের

ভোরের আলো ফুটতেই বর্ধমানে সদরঘাটে দামোদরে উপচে পড়ছে ভিড়। নদীতে নেমে নিয়ম মেনে,  নিষ্ঠা ভরে মন্ত্রপাঠ করা হয়। একই ছবি উত্তরের জেলা কোচবিহারে। সেখানে তোর্ষার জলে চলছে তর্পণ। হুগলির ত্রিবেণী ঘাটেও তর্পণ শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। তর্পণ করতে দূরদরান্ত থেকে মানুষ এসে পৌছেছেন নদিয়ার নবদ্বীপ ঘাটে। বাঁকুড়াতে গন্ধেশ্বরী আর দারকেশ্বরের ঘাটে ঘাটে চলছে পূর্বপুরুষকে স্মরণ।

.