তমলুক আদালতে আত্মসমর্পণ পিনকন গ্রুপের মালকিন মৌসুমী রায়ের

পিনকন মামলার রায় ঘোষণার দিন থেকেই ফেরার ছিলেন মৌসুমী রায়।

Updated By: Nov 17, 2020, 05:50 PM IST
তমলুক আদালতে আত্মসমর্পণ পিনকন গ্রুপের মালকিন মৌসুমী রায়ের
মৌসুমী রায়

নিজস্ব প্রতিবেদন : চাপে পড়ে আদালতে আত্মসমর্পণ করলেন পিনকন গ্রুপের কর্ণধার মনোরঞ্জন রায়ের স্ত্রী মৌসুমী রায়। মঙ্গলবার তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করলেন মৌসুমী রায়। 

উল্লেখ্য, ৩ অক্টোবর পিনকন মামলার রায়ে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন তমলুক থার্ড কোর্টের বিচারক। যদিও সেদিন মৌসুমী রায় আদালতে উপস্থিত ছিলেন না। রায় দানের কপি মৌসুমী রায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফেরার ছিলেন পিনকন গ্রুপের কর্ণধারের স্ত্রী। অবশেষে দেড় মাসের মাথায় আজ তমলুক আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।

প্রসঙ্গত, এর আগে পিনকন চিটফান্ড মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন তমলুকের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মৌ চট্টোপাধ্যায়। পিনকন মামলায় দোষীদের সাজা ঘোষণার দিন চিটফান্ডের কর্ণধার মনোরঞ্জন রায়কে আদালতে হাজির করানোর নির্দেশ ছিল। কিন্তু তা কার্যকর করেননি প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। সেই ঘটনাতেই তাঁকে অপসারণের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি তদন্তেরও নির্দেশ দেন।

একইসঙ্গে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করতে না পারায় ইকোনমিক অফেন্স বিভাগের ডিরেক্টর এবং কলকাতার নেতাজিনগর থানার ওসির ভূমিকা নিয়েও তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলেন মৌসুমী রায়।

আরও পড়ুন, 'তৃণমূল আর দিদির দল নয়', ফের বোমা দাগলেন মিহির গোস্বামী, করলেন বিস্ফোরক অভিযোগ

.