গভীর রাতে পুলিসি অভিযান, উৎসবের মরশুমে ৬টি কার্তুজসহ উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

এ বিষয়ে পুলিস অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, আগ্নেয়াস্ত্রগুলি স্থানীয় অপরাধীদের কাছে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। 

Updated By: Oct 28, 2020, 11:21 AM IST
গভীর রাতে পুলিসি অভিযান, উৎসবের মরশুমে ৬টি কার্তুজসহ উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতেই পুলিসের অভিযান। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পূর্ব রাধানগর এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে এক জনকে। ধৃতের নাম মুছা কালি মোল্লা। পুলিস সূত্রে জানা গিয়েছে, পূর্ব রাধানগর এলাকায় বাসিন্দা মুছা কালি মোল্লা গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করছিল। আর এই খবর পেয়েই সুন্দরবন কোস্টাল থানার পুলিস খবর পেয়ে অভিযান চালায়। 

আরও পড়ুন: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৪ হাজারের নীচে, বাড়ল সুস্থতার হারও

ধৃতের কাছ থেকে পুলিস ৯ টি আগ্নেয়াস্ত্র ৬টি কার্তুজ উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিস অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, আগ্নেয়াস্ত্রগুলি স্থানীয় অপরাধীদের কাছে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। এ  ঘটনায় আর কারা কারা যুক্ত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

.