Zee 24 ঘণ্টার ক্যামেরার সামনে মনের কথা বললেন সুন্দরবনবাসী: আগে বাড়ি নয়, আগে চাই বাঁধ!

৫ জুন থেকে এ নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন গ্রামবাসীরা।

Updated By: Jun 2, 2021, 02:03 PM IST
 Zee 24 ঘণ্টার ক্যামেরার সামনে মনের কথা বললেন সুন্দরবনবাসী: আগে    বাড়ি নয়, আগে চাই বাঁধ!

নিজস্ব প্রতিবেদন: আমরা ত্রাণ চাই না। ঘরবাড়ি চাই না, আমরা চাই কংক্রিটের নদীবাঁধ। এটাই এখন মূল দাবি ইয়াস-বিধ্বস্ত সুন্দরবনবাসীর।

এইভাবেই Zee 24 ঘণ্টার ক্যামেরার সামনে মনের কথা খুলে বললেন সুন্দরবনবাসী। তুলে ধরলেন Yaas-পরবর্তী তাঁদের দুঃখের কথা। 

ইয়াসের দাপট রাস্তায় বসিয়ে দিয়েছে সুন্দরবনবাসীকে। তবুও তাঁরা বলছেন, তাঁদের কাছে আর নিজেদের বাড়ি আগে নয়, আগে নদীবাঁধ। সেটা কংক্রিটের চাই। এ নিয়ে বিক্ষোভও চলছে।

আরও পড়ুন: কাঠামো ছাড় ঘরের কিছুই নেই, Yaas-এ গিয়েছে সারা বছরের ধান, দিশেহারা কুলপির জমাদার পরিবার

তাঁরা বলছেন, যে-বাঁধ হলে এরকম বড় বড় দুর্যোগ থেকে তাঁরা রক্ষা পেতে পারেন, এমন বাঁধ চাই।

 যে ভিটেটুকু তৈরি করেছেন তাঁরা, সেটুকু আয়লা,ফনী, বুলবুল, আমপান (amphan) ভেঙে দিয়ে যাচ্ছে।  এবারেও ইয়াসের দাপটে  নদীর নোনা জলে সব ধুয়ে-মুছে গেছে। ভিটেবাড়ি রক্ষা করতে পারা যায়নি। বাড়ির প্রয়োজনীয় জিনিসও গেছে। সব দিক থেকেই তাঁরা শেষ হয়ে গিয়েছেন। 

সুন্দরবনের (sunderban) পাখিরালা, রাঙাবেলিয়া, দয়াপুরের গ্রামবাসীরা কংক্রিটের নদী বাঁধের দাবি নিয়ে বিক্ষোভ ও দেখাতে থাকে ভাঙাচোরা নদীবাঁধের উপরে দাঁড়িয়েই।

  সরকারের কাছেতাঁদের একটাই দাবি, সুন্দরবনের সমস্ত নদীবাঁধগুলি যেন কংক্রিটের করে দেয় সরকার। তা হলেই তাঁরা এই সমস্ত দুর্যোগ থেকে বাঁচতে পারবেন। গোসাবা বিধানসভার পাখিরালা, দয়াপুর, সাতজেলিয়া ,লাহিড়ীপুর-সহ বিভিন্ন এলাকার মানুষের একটাই দাবি। 
এরপর ৫ জুন তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সুন্দরবনের সাধারণ মানুষ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: এখনও নোনা জলে ডুবে কুলতলির বহু এলাকা, পাম্প করতে গেলেও বাধা জোয়ার

.