মদ ও জুয়ার ঠেকের প্রতিবাদ করে আক্রান্ত বাবা এবং ছেলে
নিজস্ব প্রতিবেদন : মদ ও জুয়ার ঠেকের প্রতিবাদ। আসানসোলের কুলটির নিয়ামতপুরের সায়েরপাড়ায় আক্রান্ত বাবা-ছেলে। ঘটনা কাল রাতে। সায়েরপাড়া ও মুচিপাড়ার মাঝে মদ ও জুয়ার ঠেক বসেছিল। প্রতিবাদ করে এগিয়ে যান সুনীল বাউড়ি। সেই সময় তাঁর ওপর ফাঁকা মদের বোতল নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছেলে তাপস। সুনীল বাউড়িকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আসানসোল-পুরুলিয়া রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন হাতে নাতে ঈশ্বরের প্রমাণ দেন ধুবুলিয়ার নারায়ণ!
পুলিস এসে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়। এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিস। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়ামতপুর এলাকায় আরও বেশ কয়েকটা মদ ও জুয়ার ঠেক রমরমিয়ে চলছে। এখন যেহেতু কালী পুজো। তাই, এইসব ঠেকের রমরমা যেন আরও বেশি বেড়ে গিয়েছে। পুলিস যদি এখনই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা এর পর আরও বড় আন্দলোনে নামবেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুন ধর্ষণের ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ, ক্যানিংয়ে ধুন্ধুমার বিজেপি-তৃণমূল