আত্মহত্যা করেছেন দুলাল কুমার, জানালেন পুরুলিয়ার নয়া এসপি

ডাভা গ্রামে হাইটেনশন তারের পোলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুলাল কুমারের দেহ

Updated By: Jun 3, 2018, 10:28 AM IST
আত্মহত্যা করেছেন দুলাল কুমার, জানালেন পুরুলিয়ার নয়া এসপি

নিজস্ব প্রতিবেদন : ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, আত্মহত্যা করেছেন দুলাল কুমার। স্পষ্ট জানালেন পুরুলিয়ার নতুন পুলিস সুপার আকাশ মেঘারিয়া। উল্লেখ্য, বিদায়ী পুলিস সুপার জয় বিশ্বাসও দাবি করেছিলেন, আত্মহত্যা করেছেন বিজেপি কর্মী দুলাল কুমার। যদিও তা মানতে নারাজ হয় এলাকাবাসী ও দুলালের পরিবার।

আরও পড়ুন, ২ বিজেপিকর্মীর রহস্যমৃত্যুর জেরে এসপি বদল পুরুলিয়ায়

শনিবার সকালে পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রামে হাইটেনশন তারের পোলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুলাল কুমারের দেহ। শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন দুলাল। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি শিবির। বিজেপির দাবি, ত্রিলোচন মাহাতর পর দুলাল কুমারকেও খুন করেছে শাসকদল। যদিও বিজেপির দাবি সাফ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

.