জ্বালানি নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়লেন মহিলা, ঘটনাস্থলেই মৃত্যু

মৃতের নাম-পরিচয় জানা যায়নি।

Updated By: Jun 30, 2021, 09:51 PM IST
জ্বালানি নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়লেন মহিলা, ঘটনাস্থলেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক  মহিলার। মালবাজারের ঘটনা।

এ অঞ্চলের অনেক দরিদ্র মানুষেরই জ্বালানি কেনার টাকা থাকে না হাতে। তাঁরা নদীপথেই জ্বালানি সংগ্রহ করতে যান। কিন্তু বর্ষার সময়ে নদীতে জল থাকায় জ্বালানি সংগ্রহে অসুবিধা হয়  তাঁদের। অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রেলসেতু ধরে চলাচল করেন। বুধবার তেমনই এক মহিলা রেল সেতু ধরে জ্বালানি নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মালবাজার (Malbazar) মহকুমার চেল নদী এলাকার ঘটনা।

আরও পড়ুন: জলের তোড়ে ভাঙল নদীর উপরের সেতু, বিচ্ছিন্ন কয়েকশো মানুষ

দিনদুপুরে জ্বালানি নিয়ে রেল সেতু (Rail Bridge) দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লেন ওই মহিলা। দেহ চেল নদীতে পড়ে জলের স্রোতে বেশ কিছুদুর ভেসে যায়। এরপর স্থানীয় মানুষ এবং পুলিসের উদ্যোগে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে দেহ ময়না তদন্তের জন্য  পাঠানো হবে। 

মৃতের নাম-পরিচয় জানা যায়নি। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: তিস্তা ও জলঢাকায় কমল জলস্তর, সকালে জারি করেও পরে তুলে নেওয়া হল হলুদ সংকেত

.