মুর্শিদাবাদ তৃণমূলে 'সুখচ্ছবি', দীর্ঘ ২ বছর পর এটাই ঘটল!

একসঙ্গে দেখা গেল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ও জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলামকে।

Updated By: Dec 13, 2020, 03:55 PM IST
মুর্শিদাবাদ তৃণমূলে 'সুখচ্ছবি', দীর্ঘ ২ বছর পর এটাই ঘটল!

নিজস্ব প্রতিবেদন : একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজীব বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে যখন অস্বস্তি মাথাচাড়া দিয়েছে। দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ২ শীর্ষ নেতা, তখন অন্যদিকে মুর্শিদাবাদে তৃণমূলে 'সুখচ্ছবি'। দীর্ঘদিন পর জেলার ২ নেতার মধ্যে 'বিরোধ' মেটার সুর যেন! ঘটনাটা কী, খোলসা করা যাক।

টানা প্রায় ২ বছর পর দলীয় কোনও কর্মসূচিতে একসঙ্গে দেখা গেল রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ও জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলামকে। উল্লেখ্য, এলাকার কোনও দলীয় অনুষ্ঠানে দীর্ঘদিন কাউকে একসঙ্গে দেখা যায়নি। তবে রবিবার ছবিটা ভিন্ন হল। মন্ত্রী জাকির হোসেনের সঙ্গেই বঙ্গধ্বনির শোভাযাত্রায় পা মেলালেন জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম এবং তাঁর অনুগামীরা। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে প্রশান্ত কিশোর টিমের নির্দেশেই দলের ঐক্যবদ্ধ দলের চেহারা তুলে ধরতে সচেষ্ট তৃণমূল নেতারা।

যদিও বিরোধের কথা অস্বীকার করেছেন মোজাহারুল ইসলাম। তাঁর সাফ প্রশ্ন, "কীসের বিরোধ ছিল? আমরা তো সব প্রোগ্রামেই গিয়েছি। এখন প্রোগ্রাম এসেছে। আরও ঘন ঘন দেখতে পাবেন।" অন্যদিকে, জাকির হোসেনের বক্তব্য, "আমরা সবাই দলের লোক। সামনে ভোট বলে বলে নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতই আমরা আমাদের কাজ করছি।"

আরও পড়ুন, শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

'অভিন্ন বাংলাদেশ' গড়ার ছক, ধৃত জেএমবি জঙ্গির মোবাইলে মিলল প্রোটেকটিভ চ্যাট!

.