মালদহের চাঁচোলে পুলিস পরিচয় দিয়ে ডাকাতদলের লুঠপাট

পুলিস পরিচয় দিয়ে এক সার ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট চালাল ডাকাতদল। মালদহের চাঁচোল থানার গোবিন্দপুর থানার ঘটনা। ব্যবসায়ী অনুকুল সরকারের  বাড়িতে রাত একটা নাগাদ আসে দুষ্কৃতীরা। থানা থেকে আসছি বলে দাবি করে। এরপরই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে তারা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। বাড়ির সবাইকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে লুঠপাট চালায় ডাকাতরা। ব্যবসায়ীর বাড়ি থেকে স্থানীয় পুলিস ফাঁড়ির দূরত্ব ৫০ মিটার। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Updated By: May 4, 2017, 11:20 PM IST
মালদহের চাঁচোলে পুলিস পরিচয় দিয়ে ডাকাতদলের লুঠপাট

ওয়েব ডেস্ক: পুলিস পরিচয় দিয়ে এক সার ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট চালাল ডাকাতদল। মালদহের চাঁচোল থানার গোবিন্দপুর থানার ঘটনা। ব্যবসায়ী অনুকুল সরকারের  বাড়িতে রাত একটা নাগাদ আসে দুষ্কৃতীরা। থানা থেকে আসছি বলে দাবি করে। এরপরই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে তারা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। বাড়ির সবাইকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে লুঠপাট চালায় ডাকাতরা। ব্যবসায়ীর বাড়ি থেকে স্থানীয় পুলিস ফাঁড়ির দূরত্ব ৫০ মিটার। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, বারাকপুরে মারধরের প্রতিবাদ করে আক্রান্ত ব্যবসায়ী। ঘোষ পাড়া এলাকার ঘটনা। মদ খাওয়ার জন্য জল চেয়ে না পাওয়ায় এক লজের কর্মীকে মারধর করে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় ব্যবসায়ী সঞ্জয় যাদব তাদের বাধা দেন। তখনই ব্যবসায়ীকে ছুরির কোপ মারে দুষ্কৃতীরা। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। (আরও পড়ুন- ভদ্রেশ্বরে কুপিয়ে খুন অঙ্গনওয়াড়ি মহিলা কর্মী)

.