পুলিস পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি শ্রীরামপুরে
ফের শ্রীরামপুরে শুট আউট । পুলিস পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি । গুলিবিদ্ধ অজয় রায় ভৌমিক কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি। ভোররাতে বিবিরবেড় এলাকায় ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। স্ত্রী-মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে প্রথমে বোমা মারা হয়। তারপর অজয়কে লক্ষ্য করে শুরু হয় গুলি ছোঁড়া। গুলি লেগে ঘরেই লুটিয়ে পড়েন ওই যুবক। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এঘটনা। একসময় অজয়ের সঙ্গে ওঠাবসা ছিল দুষ্কৃতীদের। তারই জেরে সম্ভবত এঘটনা।
![পুলিস পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি শ্রীরামপুরে পুলিস পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি শ্রীরামপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/30/84575-serampore-30-4-17.jpg)
ওয়েব ডেস্ক: ফের শ্রীরামপুরে শুট আউট । পুলিস পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি । গুলিবিদ্ধ অজয় রায় ভৌমিক কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি। ভোররাতে বিবিরবেড় এলাকায় ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। স্ত্রী-মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে প্রথমে বোমা মারা হয়। তারপর অজয়কে লক্ষ্য করে শুরু হয় গুলি ছোঁড়া। গুলি লেগে ঘরেই লুটিয়ে পড়েন ওই যুবক। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এঘটনা। একসময় অজয়ের সঙ্গে ওঠাবসা ছিল দুষ্কৃতীদের। তারই জেরে সম্ভবত এঘটনা।