কোথায় কোথায় ট্রেন বন্ধ, রাস্তায় কোথায় বিক্ষোভ? ভারত বনধে দেখে নিন রাজ্যের চেহারা

ভারত বনধে কোথায় ট্রেন বন্ধ, রাস্তায় কোথায় বিক্ষোভ? জানুন এখনকার পরিস্থিতি

Updated By: Sep 10, 2018, 12:58 PM IST
কোথায় কোথায় ট্রেন বন্ধ, রাস্তায় কোথায় বিক্ষোভ? ভারত বনধে দেখে নিন রাজ্যের চেহারা

নিজস্ব প্রতিবেদন:  পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। তাতে সমর্থন জানিয়েছে বামেরা।  রাজ্যে কি আদৌ বনধের প্রভাব পড়ল, দেখে নিন এক নজরে গোটা পরিস্থিতি।

 কলকাতা

-বনধের সমর্থনে এন্টালিতে মিছিল করে বাম নেতৃত্ব। মিছিলে হাঁটছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু-সহ সিপিএম-এর প্রথম সারির নেতারা।

-হাজরা মোড়ে বনধের সমর্থনে জমায়েত করেছেন এসইউসিআই কর্মী সমর্থকরা।  পুলিস বাধা দিলে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। হাজরা মোড়ে উত্তেজনা তৈরি হয়েছে।

 -যাদবপুর, হাজরাতে বনধের সমর্থনে বামেদের মিছিল।

-শহরের রাস্তায় চলছে পর্যাপ্ত বাস। অন্য দিনের মতোই সচল রয়েছে ট্যাক্সি, ক্যাব-সহ গণ পরিবহনের অন্যান্য মাধ্যম।

জেলা

-হাওড়ার দাশনগরে বনধ সমর্থনকারী ও পুলিসের ধস্তাধস্তি খবর এসেছে। দাশনগরে রাস্তা অবরোধের চেষ্টা চালিয়ে সিপিএম। পুলিসের সঙ্গে তাঁদের বচসা বাধে এবং শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয় এলাকা থেকে।

-হুগলি কোন্নগরে বাজার এলাকায় কার্যত ফাঁকা।  সকালের দিকে যানবাহন কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয় জনজীবন।

- কাটোয়ায় বাস ও ট্রেন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।

- দুর্গাপুরের রাস্তায় অন্য দিনের তুলনায় বাস কম দেখা যাচ্ছে তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আসানসোলের চিত্রও প্রায় একই।

-বাঁকুড়ায় খোলা রয়েছে দোকানপাট, চলছে বাস-ট্রেনও।

-বনধে সচল বারাকপুর শিল্পাঞ্চল।

-বনধের প্রভাব নেই উত্তর দিনাজপুরেও। রায়গঞ্জে যান চলাচল স্বাভাবিক।

-কোচবিহারের রাস্তায় বেসরকারি বাস কম, সরকারি বাস চলাচল স্বাভাবিক। এখানে দোকানপাট খুলেছে কম।

রাজ্যের বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় ট্রেন অবরোধ হয়েছে।  একনজরে দেখে নিন কোথায় কোথায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে...

-সোমবার কিছু সময়ের জন্য রেল অবরোধ হয়েছে হুগলির শ্রীরামপুরে।

-কোন্নগরে রেললাইন অবরোধ করেছে বাম কর্মী সমর্থকরা।  আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে থাকেছে ট্রেন।

-শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখার অফিস টাইমে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থেকেছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

-দক্ষিণ বারাসত স্টেশনের কাছে ওভারহেডে কলাপাতা ঝুলিয়ে দিয়েছে বনধ সমর্থকরা। এর ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।

-এদিকে, দুর্গাপুরেও এই চিত্র ধরা পড়েছে। দুর্গাপুরের মায়াবাজারে কিছু সময়ের জন্য ট্রেন অবরোধ হয়েছে। কিছু সময়ের জন্য আটকে দেওয়া হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেস।

- আসানসোল স্টেশনে কংগ্রেসের রেল অবরোধ ঘিরে উত্তেজনা। অবরোধ তুলতে রেল পুলিশ ও আরপিএফ এর সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেসের।  স্টেশনের ৫ নং প্লাটফর্মে ডাউন জনশতাব্দী এবং ৬ নং প্লাটফর্মে ডাউন গান্ধীধাম এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা।

  রেল লাইনের ওপর শুয়ে পড়েন তাঁরা। বেশ কিছুক্ষন ধরে চলে এই অবরোধ।  খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, রেল পুলিশ ও আরপিএফ পৌঁছে  অবরোধ তোলে।

 

-যাদবপুরেও  কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ হয়েছে।

-রেল অবরোধ হয়েছে দমদম ক্যান্টনমেন্টেও।

-বনগাঁ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

-বসিরহাটের ভ্যাবলা স্টেশনেও ট্রেন অবরোধ হয়েছে।

-হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে এবং বেশ কিছুক্ষণ বন্ধ থেকেছে।

সবমিলিয়ে সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে বিক্ষিপ্তভাবে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন রেল যাত্রীরা।

.